X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লুভর আবুধাবিতে প্রথমবার বিশ্বের প্রাচীনতম মুক্তার প্রদর্শনী

জার্নি ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ২২:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২২:৫০

নব্যপ্রস্তর যুগ থেকে আবুধাবিতে মুক্তার বাণিজ্য হতো বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদরা বিশ্বের প্রাচীনতম প্রাকৃতিক মুক্তা দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শনার্থীরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির লুভর জাদুঘরে আগামী ৩০ অক্টোবর শুরু হবে ‘টেন থাউজেন্ড ইয়ারস অব লাক্সারি’ শীর্ষক একটি প্রদর্শনী। এতে প্রথমবারের মতো দেখানো হবে ফ্যাকাশে গোলাপি রঙা এই রত্ন।

ধারণা করা হচ্ছে, মুক্তাটি আট হাজার বছরের পুরনো। প্রত্নতাত্ত্বিকরা রেডিওকার্বন ব্যবহার করে নিশ্চিত হন, এটি ৫৮০০ থেকে ৫৬০০ খ্রিষ্টপূর্ব সময়কার। তখন অলঙ্কার হিসেবে ব্যবহার হতো মুক্তা।

আমিরাতি বিশেষজ্ঞদের মতে, প্রাচীন ইরাকের মেসোপোটামিয়া সভ্যতায় সিরামিক ও অন্যান্য পণ্যের জন্য মুক্তা বেচাকেনার প্রচলন ছিল।

২০১৭ সালে আবুধাবির উপকূলে মারাওয়াহ দ্বীপে খননকালে মুক্তাটি পাওয়া যায়। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের প্রত্নতত্ত্ব জরিপ ইউনিটের পরিচালক আবদুল্লা খালফান আল-কাবি বলেন, ‘আবিষ্কারটির মাধ্যমে বোঝা যাচ্ছে নব্যপ্রস্তর যুগে (নিওলিথিক যুগ) এই অঞ্চলে মুক্তার বাণিজ্য হতো।’

বিভিন্ন ঐতিহাসিক সূত্র ও নথি অনুযায়ী, ষোড়শ শতকে আবুধাবি ছিল মুক্তার বাণিজ্যের বড় কেন্দ্র। সেই সময় ভেনিসের রত্নবণিক গাসপারো বালবি এই অঞ্চলে ভ্রমণ করতেন। আবুধাবির উপকূলকে মুক্তার উৎস উল্লেখ করেছিলেন তিনি। এখানকার প্রাচীন বাসিন্দাদের জীবনে সাগর ছিল অবিচ্ছেদ্য অংশ। একসময় তাদের অর্থনীতির মেরুদণ্ড ছিল মুক্তা।

লুভর আবুধাবি জাদুঘরে প্রাচীনতম এই মুক্তার প্রদর্শনী হতে যাচ্ছে প্রথমবার ১৯০০ সালের দিকে আবুধাবির প্রাকৃতিক মুক্তা শিল্পে ভাটা পড়তে থাকে। তখন জাপানি ঝিনুক চাষীরা পুরোপুরি গোলাকার মুক্তা চাষের নতুন কৌশল তৈরি করে।

এদিকে মারাওয়াহ দ্বীপের খননকাজে সংযুক্ত আরব আমিরাতের প্রাচীন স্থাপত্য উন্মোচিত হয়েছে। অসংখ্য ধসে পড়া পাথরের কাঠামো দেখে এ সম্পর্কে ধারণা পাওয়া যায়। একইসঙ্গে সিরামিক, পাথরের তৈরি জপমালা, তীর আকৃতির বস্তু, সামুদ্রিক মাছের কাঁটা ও কচ্ছপের হাড় দিয়ে বানানো বস্তু আবিষ্কৃত হয়েছে।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের চেয়ারম্যান খলিফা আল মুবারাক বলেন, ‘বিশ্বের প্রাচীনতম মুক্তার আবিষ্কারের ফলে প্রমাণিত হলো, আমাদের সাম্প্রতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের গভীর শিকড় রয়েছে, যা প্রাগৈতিহাসিক যুগের সূচনালগ্ন পর্যন্ত প্রসারিত।’

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে