X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাত্র ৭ মাসেই ১৪টি উঁচু পর্বতের চূড়ায় উঠে ইতিহাস

জার্নি ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১৬:৫০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১২:১২

নির্মল পূর্জা

সাত মাসে বিশ্বের ১৪টি উঁচু পর্বতের শিখর ছুঁয়ে রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী নির্মল পূর্জা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ৫৮ মিনিটে চীনের শিশাপাঙমা পর্বতের চূড়ায় উঠে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মঙ্গলবার সকাল ৯টা ২১ মিনিটে নির্মল পূর্জা লিখেছেন, ‘লক্ষ্য অর্জন হলো।’ একইসঙ্গে তিনি উল্লেখ করেন দলের সদস্যদের নাম। তারা হলেন– মিঙমা ডেভিড শেরপা, গালজেন শেরপা ও গেজমান তামাঙ।

বিশ্বে ৮ হাজার মিটারের চেয়ে উঁচু ১৪টি পর্বত আছে। নির্মলের নিজের ওয়েবসাইট বলছে, পোল্যান্ডের পর্বতারোহী ইয়াজি কুকুজকা ১৯৮৭ সালে সাত বছর ১১ মাস ও ১৪ দিনে পৃথিবীর ১৪টি উঁচু পর্বতের চূড়া স্পর্শ করার রেকর্ড গড়েছিলেন।

তবে ব্রিটিশ মাউন্টেনিয়ারিং কাউন্সিলের ওয়েবসাইটে বলা হয়েছে, আগের রেকর্ডটির মালিক দক্ষিণ কোরিয়ার কিম চ্যাঙ-হো। তিনি সময় নিয়েছিলেন ৭ বছর ১০ মাস ও ৬ দিন।

এসব নজির মাত্র সাত মাসে ভেঙে দিলেন নির্মল পূর্জা। ৮ হাজার মিটারের উঁচু দুটি পর্বতের চূড়া কম সময়ে দু’বার ছুঁয়েছেন কেবল তিনিই।
২০১২ সালে এভারেস্টের বেজক্যাম্পে ঘুরতে গিয়েছিলেন নির্মল। পরিকল্পনা ছিল বেড়ানোর পর ফিরে আসবেন। কিন্তু ওই ভ্রমণের পর পর্বত অভিযান শুরুর সিদ্ধান্ত নেন তিনি।

নির্মল পূজা এ বছরের এপ্রিলে নেপালে প্রচারণা শুরু করেন নির্মল পূর্জা। এরপর বিরামহীনভাবে পর্বতে আরোহণ করেছেন তিনি। মে মাসে ছুঁয়েছেন মাউন্ট এভারেস্টের শিখর। সেখানে তোলা তার ছবি সারাবিশ্বে নজর কাড়ে। কারণ তিনি অন্য চার পর্বতারোহীকে উদ্ধার করেন।

গত আগস্টে ব্রিটিশ গণমাধ্যম কলিন মারেকে নির্মল জানান, পাঁচ দিনেই এভারেস্ট, লৎসে ও মাকালু পর্বতের চূড়ায় উঠেছেন।

গত মাসে (সেপ্টেম্বর) নির্মলের চ্যালেঞ্জ থমকে গিয়েছিল। তখন চীনের শিশাপাঙমায় আরোহণের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে। কারণ পর্বতটি চীনের তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত। শেষমেষ চীনা সরকারের সঙ্গে নির্মলের পক্ষ থেকে নেপালি সরকার যোগযোগ করলে ১৫ অক্টোবর সবুজ সংকেত পান তিনি।

নির্মল পূর্জার বয়স ৩৬ বছর। ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৯ সালে রয়েল মেরিন সদস্য হন। ২০১৮ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ বেসামরিক সম্মান এমবিই দেন তাকে। নেপালি সৈন্যরা ব্রিটিশ আর্মির ব্রিগেড অব গুরখাস ইউনিটে ২০০ বছরেরও বেশি সময় সেবা দিয়েছেন।

 

নির্মল পূর্জা ২০১৯ সালে নির্মল পূর্জার স্পর্শ করা ১৪টি পর্বতের চূড়া 

১. অন্নপূর্ণা (নেপাল), ২৩ এপ্রিল
২. ডাউলাগিরি (নেপাল), ১২ মে
৩. কাঞ্চনজঙ্ঘা (নেপাল), ১৫ মে
৪. এভারেস্ট (নেপাল), ২২ মে
৫. লৎসে (নেপাল), ২২ মে
৬. মাকালু (নেপাল),  ২৪ মে
৭. নাঙ্গা পর্বত (পাকিস্তান), ৩ জুলাই
৮. গাশেরব্রুম ১ (পাকিস্তান), ১৫ জুলাই
৯. গাশেরব্রুম ২ (পাকিস্তান), ১৮ জুলাই
১০. কেটু (পাকিস্তান), ২৪ জুলাই
১১. ব্রড পিক (পাকিস্তান), ২৬ জুলাই
১২. চো ওয়ু (চীন), ২৩ সেপ্টেম্বর
১৩. মানাসলু (নেপাল), ২৭ সেপ্টেম্বর
১৪. শিশাপাঙমা (চীন), ২৯ অক্টোবর

সূত্র: বিবিসি

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!