X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘জোকার’ ছবির সেই সিঁড়ি এখন পর্যটকদের আকর্ষণ

নওশীন মুবাশশিরা রোদেলা
৩০ অক্টোবর ২০১৯, ১৮:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৮:১৭

‘জোকার’ ছবিতে ওয়াকিন ফিনিক্স হলিউডসহ সিনেমা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা ‘জোকার’ ইতোমধ্যে বেশকিছু রেকর্ড গড়েছে। এর বেশিরভাগ দৃশ্যের চিত্রায়ন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আমেরিকান মনস্তাত্ত্বিক এই থ্রিলারে ক্লাইম্যাক্সের ঠিক আগে একটি দৃশ্যে আমেরিকান তারকা ওয়াকিন ফিনিক্সকে জোকারের সাজে সিঁড়ির ওপর দাঁড়িয়ে মনের আনন্দে নাচতে দেখা যায়। এটি চিত্রায়িত হয়েছে ব্রঙ্কস এলাকায়। তখন নেপথ্যে বেজেছে ব্রিটিশ গায়ক গ্যারি গ্লিটারের ‘রক অ্যান্ড রোল পার্ট টু’ গানটি।

নিউ ইয়র্কের ওই সিঁড়ি এখন সারাবিশ্বে সেনসেশনে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রপ্রেমী পর্যটকদের কাছে এটি এখন বিশেষ আকর্ষণ। অনেকে সেখানে গিয়ে জোকারকে অনুকরণের চেষ্টা করেছেন। তার মতোই নেচে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন ভক্তরা। দিনে দিনে এই সংখ্যা বাড়ছে।

বিখ্যাত হয়ে যাওয়া সিঁড়িটি ব্রঙ্কসের ১১৬৫ শেক্সপিয়র অ্যাভিনিউতে অবস্থিত। ‘জোকার’ রেকর্ডসংখ্যক ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর এটি ‘দ্য জোকার স্টেয়ারস’ নামে পরিচিতি পেয়ে যায়। যদিও এর কোনও নাম নেই।

জোকার সেজে ব্রঙ্কসের সিঁড়িতে পর্যটকদের নাচ তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা ঠিকই সিঁড়িটি খুঁজে বের করছেন। যথারীতি প্রত্যেকেই জোকারের মতো নেচে ছবি তুলছেন, ভিডিও করছেন। ফলে নামহীন সিঁড়িটি এখন ভাইরাল! নিউ ইয়র্কের দুই জনপ্রিয় পর্যটন স্পট স্ট্যাচু অব লিবার্টি ও টাইমস স্কয়ারের চেয়ে এখন সেখানে রীতিমতো ঝড় তুলছেন ভক্তরা। কমেডিয়ান ডিসাস নাইস রসিকতার সুরে টুইটারে লিখেছেন, ‘সিঁড়িটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে কর চাইতে পারে ব্রঙ্কসের বাসিন্দারা!’

ব্রঙ্কসের সিঁড়িতে পর্যটকদের নাচ ছবিটির দৃশ্যধারণের জন্য ব্রঙ্কসের সিঁড়িটি বিশেষ কারণে বেছে নেওয়া হয়। জোকার কুখ্যাত অপরাধী। আর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ব্রঙ্কসের দুর্নাম আছে। অথচ এখানে রয়েছে ব্রঙ্কস চিড়িয়াখানা, ইয়াঙ্কি স্টেডিয়াম ও নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনস। কিন্তু এসব জায়গায় পর্যটকরা খুব একটা বেড়াতে যেতো না।

যদিও গত কয়েক বছর ধরে ব্রঙ্কসে অপরাধের মাত্রা হ্রাস পেয়েছে। তবুও এলাকাটি নিয়ে পর্যটকদের দৃষ্টিভঙ্গির খুব একটা পরিবর্তন হচ্ছিল না। তবে দৃশ্যপট বদলে যাচ্ছে এখন। ‘জোকার’ ছবির একটি দৃশ্য ব্রঙ্কসের প্রতি ভ্রমণপিপাসুরা আকৃষ্ট হচ্ছেন।

ব্রঙ্কসের সিঁড়িতে পর্যটকরা এদিকে উত্তর আমেরিকায় অক্টোবরে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে ‘জোকার’ সর্বকালের সবচেয়ে বেশি (৯ কোটি ৬০ লাখ ডলার) আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে এটি নিয়ে এসেছে সাড়ে ৫ কোটি ডলার। গত সপ্তাহ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৪ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে ছবিটি। এর আগে ‘জোকার’ ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা গোল্ডেন লায়ন জেতায় অস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ব্রঙ্কসের সিঁড়িতে পর্যটকরা সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী