X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তাজমহলে পর্যটকদের স্বস্তি দিতে বায়ু পরিশোধক যন্ত্র

জার্নি ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ০০:০২আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:০৮

তাজমহল ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ বেশ কিছুদিন ধরে অসহনীয় পর্যায়ে। এখানকার আশেপাশের অঞ্চলেও ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এ কারণে উত্তর প্রদেশের আগ্রায় মুঘল আমলের স্মৃতিস্তম্ভ তাজমহলের মূল ফটকে দুটি ভ্রাম্যমাণ বায়ু পরিশোধক যন্ত্র বসানো হয়েছে। দিল্লি থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এটি অবস্থিত। পর্যটকদের স্বস্তি দিতেই আগ্রা জেলা প্রশাসনের এই উদ্যোগ।

এ পদক্ষেপ প্রসঙ্গে আগ্রা মিউনিসিপ্যাল করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আরকে রথি জানান, তাজমহলে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক আসেন। তারা যেন স্বস্তিতে বেড়াতে পারেন সেজন্য দুটি বায়ু পরিশোধক যন্ত্রের মাধ্যমে পরিবেশ অনুকূলে রাখা হচ্ছে। এগুলোর ব্যবস্থাপনায় আছে বেসরকারি সংস্থা।

উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মুখপাত্র ভুবন প্রকাশ যাদব জানান, ১০ দিনের জন্য পরীক্ষামূলকভাবে যন্ত্র দুটি কাজে লাগানো হচ্ছে। তবে এগুলো আরও কিছুদিন রাখার ইচ্ছে আছে আগ্রা কর্তৃপক্ষের। তিনি উল্লেখ করেন, প্রতিটি যন্ত্র আট ঘণ্টায় ৫ কোটি ৩০ লাখ ঘনফুট (১৫ লাখ ঘনমিটার) বায়ু শোধন করতে সক্ষম।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের ৮০ লাখ মানুষ এটি দেখতে ভিড় জমান। ভারতে এর চেয়ে বেশি পর্যটক আর কোথাও হয় না।

বায়ু ও যমুনা নদী দূষণের কারণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আদালত মন্তব্য করেন গত বছর। এ কারণে পর্যটকসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ