X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া থেকে লন্ডনে কোয়ান্টাসের ইতিহাস গড়া সরাসরি ফ্লাইট

জার্নি ডেস্ক
২৯ মার্চ ২০২০, ১৭:৫০আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৮:০৮

কোয়ান্টাসের এ৩৮০ উড়োজাহাজ করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের প্রায় সব দেশ আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচল বন্ধ রয়েছে অনেক দেশে। এয়ারলাইন শিল্প পড়েছে চরম সংকটে। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে লন্ডনে যাত্রীবাহী ফ্লাইট চালিয়েছে কোয়ান্টাস। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার পতাকাবাহী এই বিমান সংস্থা।

এভিয়েশন ওয়েবসাইট এক্সিকিউটিভ ট্রাভেলারের তথ্যানুযায়ী, সিডনি থেকে লন্ডন হলো কোয়ান্টাসের ক্যাঙ্গারু রুট। তাদের কিউএফওয়ান ফ্লাইটটি সাধারণত সিঙ্গাপুর হয়ে লন্ডন যেতো। কিন্তু কোভিড-১৯ ঠেকাতে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর গত ২৪ মার্চ থেকে যাত্রীদের যাতায়াত নিষিদ্ধ করেছে। এ কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হয়।

গত ২৬ মার্চ ক্যাঙ্গারু রুটে বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার উত্তর প্রান্তের শহর ডারউইনে জ্বালানির জন্য দেড় ঘণ্টার বিরতি নেয় কোয়ান্টাসের এ৩৮০ উড়োজাহাজ। এরপর ১৬ ঘণ্টারও বেশি সময় পাড়ি দিতে উড্ডয়ন করে ফ্লাইটটি।

জুতসই লোকেশনের জন্যই সিডনি থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালানোর সময় বিরতির জন্য ডারউইনকে বেছে নেওয়া হয়। কয়েক দশক পর আকাশপথে ডারউইন থেকে লন্ডনে সরাসরি যাত্রীসেবা দেওয়া হলো। ১৯৩০-এর দশকে ক্যাঙ্গারু রুটের ক্ষেত্রে এই শহরে বিরতি টানা হতো।

এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারলাইন রেটিংসের এডিটর-ইন-চিফ জিওফ্রে থমাস জানান, তখন রিটার্ন টিকিটের ভাড়া ছিল ৪০০ পাউন্ড। এ কারণে ধনী কিংবা বিখ্যাত ব্যক্তিদেরই কেবল এই ভ্রমণ উপভোগের সামর্থ্য ছিল।

গত ২৭ মার্চ লন্ডন থেকে উড্ডয়ন করে কোয়ান্টাসের কিউএফটু ফ্লাইট। পরদিন ডারউইন হয়ে সিডনিতে অবতরণ করে এ৩৮০ উড়োজাহাজটি। 

এভিয়েশন ওয়েবসাইট ওয়ান মাইল অ্যাট অ্যা টাইম জানিয়েছে, যাত্রীরা শেষবারের মতো কোয়ান্টাসের লাল লেজবিশিষ্ট এ৩৮০ উড়োজাহাজে চড়ার সুযোগ পেলেন। কারণ আগামী মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ১৫০টি উড়োজাহাজ গ্রাউন্ডেড রাখবে এই সংস্থা। এর মধ্যে আছে তাদের ১২টি এ৩৮০। 

এদিকে এয়ারবাস ২০২১ সাল পর্যন্ত সুপারজাম্বোর উৎপাদন স্থগিত রাখবে। অন্যান্য বিমান সংস্থা তাদের বহর থেকে এই উড়োজাহাজ সরিয়ে নিয়েছে। যদিও ডাবল ডেকার আকাশযানটি যাত্রীদের মধ্যে জনপ্রিয়।

কোয়ান্টাসের এ৩৮০ উড়োজাহাজ সাম্প্রতিক সময়ে এভিয়েশন খাতে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার জন্ম দিয়েছে কোয়ান্টাস। ২০১৯ সালের নভেম্বরে ‘প্রজেক্ট সানরাইজ’ শীর্ষক নিরীক্ষা হিসেবে ১৯ ঘণ্টা ১৯ মিনিটে লন্ডন থেকে সিডনি যায় তাদের কিউএফ৭৮৭৯ ফ্লাইট। এজন্য পাড়ি দিতে হয়েছে ১৭ হাজার ৮০০ কিলোমিটার। দূরত্বের হিসাবে এটাই বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইট। যদিও এতে কোনও যাত্রী টিকিট কেটে ওঠেননি। ফলে বাণিজ্যিক ফ্লাইট হিসেবে এটি গণ্য হয়নি।

২০১৮ সালের মার্চে অস্ট্রেলিয়ার পার্থ থেকে যুক্তরাজ্যের লন্ডনে বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে প্রথম সরাসরি ফ্লাইট পরিচালনা করে কোয়ান্টাস।



/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো