Vision  ad on bangla Tribune

ডনমালালা জাতিসংঘের শান্তির দূত নির্বাচিত

বিদেশ ডেস্ক২০:২৫, এপ্রিল ০৯, ২০১৭


ডনের প্রথম পাতাশান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসূফজাইকে জাতিসংঘের শান্তির দূত নির্বাচিত করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তাকে শান্তির দূত হিসেবে বেছে নেন। বিশ্ব নাগরিককে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা হিসেবে একে বিবেচনা করা হয়ে থাকে। আর রবিবার (৯ এপ্রিল) মালালা ইউসূফজাইয়ের এ সম্মাননা প্রাপ্তির খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।


শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ঘোষণা দেন, ১৯ বছর বয়সী মালালাকে শান্তির দূত করা হয়েছে। নতুন দায়িত্বের অংশ হিসেবে পুরো বিশ্বে নারী শিক্ষা প্রচারে কাজ করবেন মালালা। সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে নিয়োজিত করার কথা রয়েছে। গুতেরেস এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের সর্বকনিষ্ঠ দূত হিসেবে মালালা বিশ্বকে আরও শান্তিপূর্ণ করে তুলতে সহায়তা করবেন।’  

২০১২ সালের অক্টোবরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানের হামলার শিকার হন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা। নারী শিক্ষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই তরুণী ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

/এফইউ/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ