পাকিস্তানি সেনাবাহিনীর মদদেই ভারতের বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ব্রুস রেইডেল। পাকিস্তান-ভারত শান্তি আলোচনা বিঘ্নিত করতেই এই হামলা চালানো হয়েছে বলেও মত প্রকাশ করেছেন তিনি।
ডেইলি বিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে সাবেক সিআইএ বিশ্লেষক ব্রুস রেইডেল আরও বলেন, ‘ক্রিসমাসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তান সফরের পরই পাকিস্তান–ভারত শান্তি আলোচনা প্রতিহত করতে এই হামলার নীলনকশা করা হয়।’
ওই প্রতিবেদনে জয়েশ-ই-মোহাম্মদ সম্পর্কে তিনি বলেন, ‘সংগঠনটিকে ব্যবহার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই সংগঠন তৈরি হয়েছে আইএসআইএর পৃষ্ঠপোষকতায়।’
এ ছাড়াও তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘পাকিস্তান অল্প সময়ের মধ্যেই ভারতের ওপর আবারও হামলা চালাতে সক্ষম।’
/ইউআর/ বিএ/