behind the news
Vision  ad on bangla Tribune

টাইমস অব ইন্ডিয়াশিশু ধর্ষণের অপরাধে কঠোর শাস্তির সুপারিশ সুপ্রিম কোর্টের

বিদেশ ডেস্ক১০:২১, জানুয়ারি ১২, ২০১৬

শিশু ধর্ষণকে ‘বর্বর, অবিশ্বাস্য ও নিষ্ঠুর অপরাধ’ আখ্যা দিয়ে ধর্ষকের জন্য আরও কঠোর শাস্তির সুপারিশ করেছে ভারতের সর্বোচ্চ আদালত। তবে সুপ্রিম কোর্ট এ-ো জানিয়েছে, আইন প্রণয়নের দায়িত্ব পার্লামেন্টের, আদালতের নয়। 
সোমবার শিশু ধর্ষণকারীদের রাসায়নিক প্রয়োগ করে নপুংসক করে দেওয়ার আবেদন জানায় ভারতের নারী আইনজীবীদের সংগঠন। আবেদন শুনানির সময় বিচারপতি দীপক মিশ্র ও এন ভি রমনের নেতৃত্বে শীর্ষ আদালতের এক বেঞ্চ এই আবেদনের সঙ্গে সহমত প্রকাশ করে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চান।
সে সময় বিচারকদের বেঞ্চ থেকে জানানো হয়, ‘আমরা শিশু ধর্ষণকারীদের জন্য আরও কঠোর শাস্তির সুপারিশ করতে পারি। কিন্তু আইন প্রণয়ন আদালতের এখতিয়ার নয়। ফলে আদালত থেকে নির্দিষ্ট কোন অপরাধের জন্য বিশেষ কোন শাস্তির নির্দেশনা দেওয়া চলবে না।’
বেঞ্চ আরও জানায়, ভারতের পেনাল কোডে শিশু ধর্ষণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন ধারা নেই। ফলে শিশু ধর্ষণের ক্ষেত্রে সংসদ থেকে নতুন ধারা প্রণয়ন করতে হবে।  
/ইউআর/ 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ