পাঠানকোট হামলার সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে বুধবার জয়েশ-ই-মোহাম্মদ নেতা মওলানা মাসুদ আজহারকে গ্রেফতার করার কথা জানিয়েছে পাকিস্তান। তবে পূর্বনিরধারিত সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় যাওয়ার সিদ্ধান্তের আগে এই গ্রেফতারের প্রমাণের জন্য অপেক্ষা করতে চায় ভারত।
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানান, মওলানা মাসুদ আজহার, তার ভাই ও আরও কয়েকজন জয়েশ-ই-মোহাম্মদ সদস্যকে গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের পাঠানকোট হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও কূটনীতিক এস জয়শঙ্করের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সূত্র জানায়, মওলানা আজহারের গ্রেফতারের সত্যতা সম্পর্কে এখনও সন্দিহান ভারত সরকার। ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা এ কে দোভাল পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল নাসির জানজুয়ার সঙ্গে আলোচনা করলে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার।
/ইউআর/