Vision  ad on bangla Tribune

টাইমস অব ইন্ডিয়াদীর্ঘতম দাম্পত্যজীবন উত্তর ভারত ও মহারাষ্ট্রে

বিদেশ ডেস্ক০৮:৫৬, জানুয়ারি ১৮, ২০১৬

উত্তর ভারতের পাঞ্জাব ও বিহার এবং মহারাষ্ট্রে দীর্ঘতম দাম্পত্যজীবন যাপন করেন বিবাহিত যুগলেরা। সম্প্রতি প্রকাশিত ২০১১ সালের জনগণনায় এ তথ্য উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
ওই জরিপে দেখা যায় উল্লেখিত অঞ্চলগুলোতে বেশিরভাগ দম্পতির যৌথজীবনের বয়স ৪০ বছরেরও বেশি। এ ধরনের দম্পতির হার ১১ থেকে ১২ শতাংশ।
আবার পুরো দেশে ৪০ বছরেরও বেশিদিন ধরে বিবাহিত দম্পতির শতকরা হার ১০ ভাগ।
সমাজবিজ্ঞানীদের মতে দাম্পত্যজীবনের দীর্ঘসূত্রিতার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এই ব্যবধান হওয়ার পেছনে ভালোবাসা বা বিশ্বস্ততার চেয়ে বেশি প্রভাব রেখেছে বর্ণ ও স্বাস্থ্য। দীর্ঘ বিবাহিত জীবনের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে- কোন বয়সে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তারা কতদিন বেঁচে ছিলেন।

উত্তরভারতে বাল্যবিবাহের উচ্চহারকে দীর্ঘ বৈবাহিক সম্পর্কের পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবশ্য ভারতে বিবাহবিচ্ছেদের হারও অত্যন্ত কম। সকল বিবাহের মধ্যে ১ দশমিক ১ ভাগ মাত্র।

/ইউআর/বিএ/ 

লাইভ

টপ