behind the news
Vision  ad on bangla Tribune

দ্য টাইমস অব ইন্ডিয়া‘এটা ছোটপর্দা নয়’ – রোহিতের মা

বিদেশ ডেস্ক১০:০২, ফেব্রুয়ারি ২৭, ২০১৬

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি সংসদে মিথ্যা বলেছেন- এমন অভিযোগ তুলেছেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী রোহিত ভেমুলার মা। তার বক্তব্য নিয়েই আজকের প্রধান শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

লোক সভায় ইরানির বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘এটা ছোটপর্দা নয় যেখানে আপনি অভিনয় করবেন, এটা আমাদের জীবন। আপনার যোগ্যতা থাকলে সত্য উদ্ঘাটন করুন, বানোয়াট কথা বলবেন না। আপনি সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলছেন।’

Capture

তিনি আরও বলেন, ‘আমার ছেলেসহ অন্যান্য ছাত্রদের উগ্রপন্থী বলা হচ্ছে। আমি জানতে চাই আমার ছেলে কী করে উগ্রপন্থী হয়? আপনি কি একজন মা?একজন মা-ই জানেন কোন প্রমাণ ছাড়া তার সন্তানকে উগ্রপন্থী বললে তা কতটা যন্ত্রণার।’

স্মৃতি ইরানির পদত্যাগও দাবি করেন রোহিতের মা রাধিকা।   

/ইউআর/           

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ