behind the news
Rehab ad on bangla tribune
Vision Led ad on bangla Tribune

দ্য টাইমস অব ইন্ডিয়াপ্রসঙ্গ ধর্মীয় স্বাধীনতা, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সরকারের ‘না’

বিদেশ ডেস্ক০৯:০৯, মার্চ ০৫, ২০১৬

ধর্মীয় স্বাধীনতা বিষয়ে আলোচনার করতে যুক্তরাষ্ট্রের এক কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। এ নিয়েই আজকের শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

timesofindia

খবরে বলা হয়, ২০০৯ সালে প্রথমবারের মত ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতের পরিস্থিতির বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেয়।ধর্মীয় গোষ্ঠী, সিভিল সোসাইটি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে ধর্মীয় পরিস্থিতি আলোচনা করতে চায় এই কমিশন।

তবে তখন থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে ভারত। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, এ প্রসঙ্গে ভারত পূর্বের নীতিতে অটল রয়েছে। কোন বিদেশী কমিশনের এ প্রসঙ্গে হস্তক্ষেপ বা মন্তব্যের প্রয়োজন নেই।

/ইউআর/       

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ