Vision  ad on bangla Tribune

ডনপাকিস্তানে ঝড়বৃষ্টি ও ভূমিধসে নিহত ২৫

বিদেশ ডেস্ক১৫:০৫, মার্চ ২০, ২০১৬

মুষলধারায় বৃষ্টি, ঝড় ও ভূমিধসে পাকিস্তানের আজাদ কাশ্মির ও খাইবার পাখতুনখোয়ায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে।শনিবারের এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের ১৩ জন খাইবার পাখতুনখোয়া এবং ১২ জন আজাদ কাশ্মিরের বাসিন্দা। আর তা নিয়ে প্রধান শিরোনাম করেছে শীর্ষ পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

Capture

ডন জানাচ্ছে, প্রবল ঝড়ে অন্তত ৯০ টি বাড়ি ও ৩টি দোকান ভেঙ্গে পড়েছে। তিনটি অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ২৫০টি বসতবাড়ি ও ২০টি দোকান। ঝড়ের কারণে কারাকোরাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়ে গিয়েছে।

শাংলা বিভাগে গত চারদিন ধরে অবিরাম বৃষ্টিপাতে রাস্তাঘাট অচল হয়ে পড়েছে। ফাতা অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার থেকে।

এদিকে, আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে পাথর ধসে চাপা পড়েছে একটি বাড়ি। এতে চার সন্তান নিয়ে আটকে পড়েন এক দম্পতি।ঝড়বৃষ্টির মধ্যেই এলাকাবাসী উদ্ধার অভিযান চালান। স্থানীয়দের সার্বিক চেষ্টায় ওই পরিবারের একটি শিশুকন্যাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বিকেলে বাকিদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এছাড়াও শুক্রবার কোটলি জেলার গাওয়ান গ্রামে বজ্রাঘাতে প্রাণ হারায় একাধিক শিশু।

হাভেলি জেলার বাসিন্দা এবং পানি ও শক্তি বিষয়ক মন্ত্রী রাজা ফয়সাল রাঠোর বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশিত পরিসংখ্যান থেকে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

/ইউআর/বিএ/      

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ