X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নেপালে ঘুরতে যাবেন?

নওরিন আক্তার
০৬ ডিসেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২৩:০৩

মহামারি শেষে স্বাভাবিক হয়েছে পর্যটন শিল্প। অনায়াসে বিভিন্ন দেশ ঘুরতে যেতে পারছেন পর্যটকরা। তবে ভিসার ঝামেলা ছাড়া কোনও দেশ ভ্রমণে যেতে চাইলে গুটিকয়েক বিকল্পই রয়েছে হাতে। এর মধ্যে অন্যতম হচ্ছে হিমালয়কন্যা নেপাল।

নেপালের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য

নেপালে গেলেই মিলবে অন অ্যারাইভাল ভিসা। বাংলাদেশ ও সার্কভুক্ত দেশগুলোর জন্য বছরের প্রথম ভ্রমণে কোনও ধরনের ভিসা ফি প্রয়োজন নেই। একই বছর দ্বিতীয়বার ভ্রমণ করতে চাইলে ১৫ দিনের মাল্টিপল ভিসার জন্য ২ হাজার ২০০ টাকা দিতে হবে।

পাহাড়ি পথ ধরে যেতে যেতে চোখে পড়বে এমনই সব প্রাকৃতিক দৃশ্য

কাঠমান্ডু
এয়ারপোর্ট থেকে নেমে কাঠমান্ডু শহরেই থেকে যেতে পারেন। আবার সরাসরি চলে যেতে পারেন নাগরকোট বা পোখারায়। কাঠমান্ডুর থামেলে প্রচুর ভালো মানের হোটেল মিলবে থাকার জন্য। খরচটাও হাতের নাগালে। এখানে কেনাকাটাও করতে পারবেন ইচ্ছেমতো। তবে দামাদামি করতে হবে অনেক। দরবার স্কয়ার দেখতে পারেন। এটি পুরনো কাঠমান্ডুর প্রাণকেন্দ্র ছিল। প্যাগোডার আদলে অনেক বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির, প্রাচীন রাজাদের তৈরি নানা ভবন এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। মন্দিরের নয়নাভিরাম কারুকাজ, জানা-অজানা নানা দেবদেবীর মূর্তি আপনাকে মুগ্ধ করবে।

দরবার স্কয়ার

কাঠমান্ডু থেকে ৩২ কিলোমিটার পূর্বে অবস্থিত নাগরকোট। ঘুরে আসতে পারেন নাগরকোট থেকে। এখানে বেশ ভালো ভালো হোটেল রয়েছে। চাইলে থেকে যেতে পারেন এগুলোতে। নাগরকোটে মেঘ ও পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে উপভোগ করতে পারবেন অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য।  

পোখারার ফেওয়া লেক

পোখারা
নেপালের অসাধারণ প্রাকৃতিক রূপের একটা বড় অংশ মিস করবেন ফেউয়া লেক ঘেঁষে দাঁড়িয়ে থাকা চমৎকার শহর পোখারায় না গেলে। পাহাড় ও লেকের মাঝখানে থাকা এই শহরকে বলা হয় নেপালের রাণী। এখান থেকেই দেখা মিলবে হিমালয় চূড়ার। ফেউয়া লেক, ডেভিস ফল, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, মহেন্দ্র গুহা ঘুরে দেখতে পারেন।

 

বেগনাস লেক

পাহাড় চূড়ায় অবস্থিত ওয়ার্ল্ড পিচ প্যাগোডা দেখতেও ভুলবেন না। পোখারা থেকে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেগনাস লেক থেকে। যেতে ৩০ মিনিট সময় লাগবে। বিশ্বের সবচাইতে বড় শিব মূর্তির অবস্থানও এখানেই। ১০৮ ফুট উঁচুতে অবস্থিত শিব মূর্তির বিশালতা মুগ্ধ করবে আপনাকে।

বিশ্বের সবচেয়ে উঁচু শিব মূর্তি

পোখারায় রয়েছে প্যারাগ্লাইডিং করার সুযোগ। বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে বুকিং দিয়ে করে ফেলতে পারেন প্যারাগ্লাইডিং।   

ওয়ার্ল্ড পিচ প্যাগোডা

পোখারার আরেক আকর্ষণ সারাংকোটের সূর্যোদয়। ভোরের আলো উঁকি দেওয়ার আগেই ছুট লাগাতে হবে সূর্যোদয় দেখতে চাইলে। পোখারা থেকে সারাংকোট যেতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। এটি একটি পর্বত চূড়া। পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয় দেখা যায় এখান থেকে। সূর্য উঁকি দেওয়ার আগেই কমলা, হলুদ রংয়ে রাঙতে শুরু করে ধবধবে সাদা অন্নপূর্ণা। এই দৃশ্য দেখতে প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় করেন সারাংকোটে। ফিশ টেইল বা মৎস্যপুচ্ছ দেখা যায় এখান থেকেই।

পিচ প্যাগোডা যাওয়ার পথে

রয়েছে প্যারাগ্লাইডিং করার সুযোগ

জেনে নিন

  • ভ্রমণের সময় অবশ্যই টিকা সনদ সঙ্গে রাখবেন।
  • বুকিং ডট কম বা এই ধরনের বুকিং সাইটের মাধ্যমে চাইলে আগেই হোটেল ঠিক করে ফেলতে পারেন। আবার গিয়েও দেখেশুনে ঠিক করতে পারেন হোটেল।
  • সঙ্গে কয়েকটা পাসপোর্ট সাইজের ছবি রাখবেন। অনেক হোটেলে চেকইনের সময় ছবি প্রয়োজন হয়। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস