X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
কাশ্মির ভ্রমণ পর্ব ১

কোন সময়ে কাশ্মিরে গেলে কী দেখতে পারবেন

কাশ্মিরের পরিস্থিতি এখন শান্ত। ফলে পর্যটনশিল্পের পালেও লেগেছে হাওয়া। ভূস্বর্গ কাশ্মির ভ্রমণের আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। সুবিশাল পাহাড়, চোখজুড়ানো সবুজ কিংবা নয়নাভিরাম লেকের শান্ত শহর ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। সময় করে ঘুরে আসতে পারেন আপনিও। তবে কাশ্মির ভ্রমণে যাওয়ার আগে বেশ কিছু প্রশ্ন উঁকি দেয় মনে। যেমন কখন কাশ্মির গেলে কী দেখতে পারবেন, কেমন খরচ হবে, কোথায় থাকবেন, কী কী দেখবেন ইত্যাদি। কিছুদিন আগেই কাশ্মির ঘুরে এসে কয়েক পর্বে জানাচ্ছি এই তথ্যগুলো।

নওরিন আক্তার
১০ জুলাই ২০২৩, ১৭:৫৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৮:১১

কখন কাশ্মিরের কেমন রূপ  

সবার আগে মনে প্রশ্ন আসে এটাই। কখন কাশ্মিরে গেলে কী দেখতে পাবো আমরা? কাশ্মির একেক সময়ে একেক রূপ ধারণ করে। যদি মনে করেন ঝলমলে সবুজ প্রকৃতি উপভোগ করবেন, তবে দেরি না করে এখনই ছুট লাগান! কাশ্মির বেড়ানোর সবচেয়ে ভালো সময় এখনই। এপ্রিল থেকে অক্টোবরকে বলা হয় কাশ্মির ভ্রমণের সেরা সময়। এ সময় ফুল ও সবুজে ভরে ওঠে কাশ্মির। জুন, জুলাই ও আগস্ট মাস এখানে গ্রীষ্মকাল। এরপরই শুরু হবে শরৎকাল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরজুড়ে চলে শরৎকাল। যদিও নভেম্বর থেকেই হিমশীতল বাতাস টের পেতে শুরু করবেন।

কমবেশি সবসময়ই এমন বরফে ঢাকা পাহাড়ের দেখা মিলবে কাশ্মিরে

যদি মনে করেন রঙবেরঙের টিউলিপ বাগান না দেখলে কাশ্মির ভ্রমণের আনন্দ পূর্ণ হবে না, তবে এই বছর না গিয়ে অপেক্ষা করুন পরের বছরের জন্য। কারণ এপ্রিলের প্রথম সপ্তাহে টিউলিপ ফুল ফুটতে শুরু করে। হাতে গোনা কয়েকদিনই থাকে এর সৌন্দর্য। আমরা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়ে টিউলিপ পেলেও এর ঝলমলে সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছিল অনেকটাই। তাই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দু’চোখজুড়ে উপভোগ করতে চাইলে অবশ্যই এপ্রিল মাসের একদম শুরুতেই চলে যান কাশ্মির। অবশ্য এই সময়টাতেও কিন্তু চলে যাওয়া শীতের রেশ থেকে যায়। ফলে শীতের পোশাক নিয়ে যেতে হবে। আর যদি একটু বৃষ্টি হয়, তবে কিন্তু রীতিমতো কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগবে! মার্চ, এপ্রিল, মে- এই তিন মাস এখানে বসন্ত।

টিউলিপ দেখতে চাইলে এপ্রিল মাসের শুরুতে যেতে হবে কাশ্মির

যদি ভাবেন কাশ্মির গিয়ে গাছের টসটসে আপেল খাবেন, তাহলে আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসে যান। ১১৩ জাতের আপেলের চাষ হয় কাশ্মিরজুড়ে। অক্টোবর ও নভেম্বরের কিছু সময় পর্যন্তও গাছ পাকা আপেল খেতে পারবেন। বাজারগুলো থেকে কিনতে পারবেন টাটকা আপেল। এছাড়া কাশ্মিরের রাস্তায় রাস্তায় আপেলের রস খাওয়ার ব্যবস্থা থাকে সারা বছরই। আপেলের মৌসুমে না গেলে ফ্রোজেন আপেলের রস খেতে হবে। বাড়তি কোনও পানি ও চিনি ছাড়া টাটকা আপেলের রস খেতে খুবই সুস্বাদু।   

গাছের টসটসে আপেল খেতে পারবেন আগস্ট মাসের শেষের দিক থেকে।

বরফের চাদরে ঢাকা পাহাড় ও তুষারপাত দেখতে চাইলে শীতের সময় চলে যান কাশ্মির। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি- এই তিন মাস হচ্ছে শীতকাল। এ সময়ের কাশ্মির একেবারেই সাদা। তবে শীতকালে কাশ্মির ভ্রমণের কিছু বিড়ম্বনা রয়েছে। অতিরিক্ত তুষারপাতে রাস্তাসহ বিভিন্ন পর্যটন স্পট বন্ধ হয়ে যায় প্রায়ই। তাপমাত্রা একেবারে নিচে নেমে যায় বলে জনজীবন বিপর্যস্ত হয়ে যায় শীতে। এছাড়া স্থলপথে কাশ্মির যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায় শীতের সময়। কেবলমাত্র আকাশপথে যাওয়া যায় কাশ্মির।

বসন্তে কাশ্মিরের অপূর্ব রূপ

কিছু তথ্য ও পরামর্শ

  • সঙ্গে শিশু থাকলে শীতের সময় কাশ্মির ভ্রমণের পরিকল্পনা না করলেই ভালো করবেন।
  • কাশ্মিরে কমবেশি সবসময়ই বরফের পাহাড়ের দেখা মিলবে। গ্রীষ্ম বা শরতে গেলে সবুজের পাশাপাশি উপভোগ করতে পারবেন সাদা পাহাড়ের সৌন্দর্য।
  • কাশ্মির ভ্রমণের পরিকল্পনা করার আগে সে সময় ওখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা যাচাই করে নেবেন। কারণ বৃষ্টি হলে অনেক পর্যটন স্পটে ঘুরতে পারবেন না।


ছবি: লেখক   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে