X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
ভালোবাসা দিবস বিশেষ

বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১

খাবার টেবিলে একটি মোম জ্বালিয়ে দিলেই কি ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন হয়ে যায়? মোটেই নয় কিন্তু! ক্যান্ডেল লাইট ডিনারের জন্য প্রয়োজন রোমান্টিক আবহ তৈরি, সুন্দর টেবিল সজ্জা ও আরেকটু বিশেষ আয়োজন। আলো-আঁধারির লুকোচুরিতে বসে প্রিয় মানুষের চোখের ভাষা পড়ার জন্য একটু যত্ন নিয়ে আয়োজন তো করতে হবেই! আসছে ভালোবাসা দিবসে বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে চমকে দিতে পারেন সঙ্গীকে।

কেমন জায়গা বেছে নেবেন
পোর্টেবল টেবিলের ব্যবস্থা থাকলে এবং বারান্দা কিছুটা বড় হলে বারান্দাতেই আয়োজন করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারের। বাড়ির সামনে বাগান থাকলে তো কথাই নেই। সেখানেই পেতে দিন টেবিল। সম্ভব হলে ছাদকেও বেছে নিতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। মোট কথা নিরিবিলি যেকোনো জায়গাই হতে পারে মোমের আলোয় রাতের খাবার সারার আদর্শ জায়গা। আর যদি এত ঝামেলায় যেতে না চান, তবে ডাইনিং টেবিলই সই! প্রতিদিন যেখানে বসে রাতের খাওয়া সারেন, সেই টেবিলই সাজিয়ে ফেলুন ভিন্ন আঙ্গিকে।

কী কী থাকবে টেবিলে 
মোমবাতি এবং লাল গোলাপ তো থাকতেই হবে। মোমবাতির নরম আলো এবং গোলাপের তীব্র লাল আভা পরিবেশে নিয়ে আসবে মাদকতা। একটি উষ্ণ, আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি করতে টেবিলের মাঝ বরাবর মোমবাতিগুলো সারিবদ্ধ করে রাখুন। লম্বা মোমবাতি বেছে নেবেন এবং সেগুলো অবশ্যই মোমদানিতে রাখবেন। রঙিন মোমের বদলে সাদা রঙের মোম বেছে নিলেই ভালো করবেন। মোম অবশ্যই নতুন হতে হবে। 

মাসন জারে ফেইরি লাইট জ্বালিয়ে রাখতে পারেন টেবিলে বা ঘরের কোণে। মাসন জারে গোলাপফুল সাজিয়েও রেখে দিতে পারেন টেবিলের মাঝে। 

মোমবাতি জ্বালানো ঐতিহ্যবাহী লণ্ঠন এবং ওয়াইন গ্লাসের মতো কয়েকটি উপাদান ব্যবহার করে ক্যান্ডেল লাইট ডিনারের আবহ তৈরি করতে পারেন অনায়াসে।

টেবিলে জায়গা থাকলে একটি মাটির পাত্রে ফুলের পাপড়ি ছড়িয়ে একটি ভাসমান মোম জ্বালিয়ে দিতে পারেন।  সব শেষে টেবিলের চারপাশে কিছু লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন।

মিষ্টি ও রোমান্টিক গানের ব্যবস্থা রাখার কথা ভুলবেন না যেন!

আরও কিছু টিপস

  1.  ক্যান্ডেল লাইট ডিনারের পোশাক হিসেবে বেছে নিতে পারে শাড়ি বা গাউন। গাঢ় রঙের পোশাকেই বেশ লাগবে। ছেলেদের জন্য ফরমাল পোশাক ভালো লাগবে।
  2. ছোট কোনও উপহারের ব্যবস্থা রাখতে পারেন ডিনারের টেবিলে। 
  3. খাবারের মেন্যু হিসেবে নিজের ও সঙ্গীর পছন্দকেই প্রাধান্য দিন। মূল খাবারের পাশাপাশি কেক ও ডেসার্টের ব্যবস্থা রাখতে পারেন। 
  4. ডিনারের সময়টুকু প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করুন পুরোপুরি। এ সময় মোবাইল, চ্যাটিং বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!