X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পার্লারে বেড়েছে ভিড়? ত্বকের ঈদ প্রস্তুতি হোক ঘরেই

জীবনযাপন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১০:১০আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০:১২

দিনভর রোজা রাখার ক্লান্তি কিংবা রোদে রোদে ঘুরে শপিং করার ছাপ যেন ঈদের দিন থেকে না যায় ত্বকে। সেজন্য ঈদের আগেই নিজের জন্য কিছুটা সময় বের করা জরুরি। তবে সৌন্দর্যচর্চা কেন্দ্রগুলোতে এখন শেষ মুহূর্তের ভিড়। ভিড়ের মধ্যে গিয়ে সময় নষ্ট করতে না চাইলে ঘরে বসেই করে ফেলুন ত্বকের খানিকটা বাড়তি পরিচর্যা।

ঘরে বসে ম্যানিকিউর করতে চাইলে প্রথমে একটি পাত্রে হালকা গরম পানি নিন। তারপর নেইলপলিশ তুলুন। নখ বড় থাকলে শেপ করে কেটে নিন। গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু, লবণ ও সামান্য তেল মিশিয়ে তাতে হাত ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে নিন হাতের ত্বক। কিউটিকল পুশার দিয়ে নখের কোণগুলো পেছনে ঠেলে আশেপাশের মরা চামড়া তুলে নিন। এরপর মুলতানি মাটি, মধু ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে হাতে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে তোয়ালে দিয়ে আলতো করে মুছে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন।

পেডিকিউর করতে চাইলে প্রথমে একটি গামলার কুসুম গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে নিন। নখে নেইলপলিশ থাকলে উঠিয়ে ফেলুন। তারপর গামলায় ১০ মিনিট পা ভিজিয়ে রেখে নখ কেটে নিন। আরও কিছুক্ষণ পা ভিজিয়ে রেখে ব্রাশে শ্যাম্পু নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন পায়ের ত্বক। ঝামাপাথর দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া তুলে আবার ভিজিয়ে রাখুন পা। কিউটিকল পুশার দিয়ে নখের কোণগুলো ঠিক করে ময়লা পরিষ্কার করে নিন। স্ক্রাবিং ক্রিম লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে পা ধুয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

তৈলাক্ত ত্বকের জন্য মসুরের ডাল গুঁড়া করে শসার রস মিশিয়ে পেস্ট বানিয়ে মুখের ত্বকে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। স্বাভাবিক ত্বকের জন্য কাঁচা হলুদের সঙ্গে দুধ, মধু ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে লাগান। ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে কাঁচা দুধ ও ময়দা মিশিয়ে লাগান। পোড়া অংশে অ্যালোভেরার রস লাগালেও দ্রুত উপকার পাবেন। ডিমের কুসুম, এক টেবিল চামচ বেসন ও দুধ দিয়ে তৈরি করতে পারেন প্যাক। মিশ্র ত্বকের জন্য এটি খুব উপকারি। শুষ্ক ত্বকে দুধ, মধু, সামান্য পরিমাণ টক দই মিশিয়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আলু চাকা করে কেটে মুখে লাগালেও উপকার পাওয়া যাবে। 

/এনএ/
সম্পর্কিত
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা ত্বকের যত্নে...
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা