X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উৎসবের আনন্দ ছড়িয়ে যাক উপহারে

জীবনযাপন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১৫:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৫:২২

ঈদ চলে এসেছে দোরগোড়ায়। ঈদের খুশি প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দিতে পছন্দের কোনও উপহার কিনে ফেলতে পারেন। রাইফেলস স্কয়ারের গিফটশপের দোকানের কর্মী মিলন জানালেন, ঈদে আগে কার্ডের প্রচলন ছিল। কিন্তু এখন ঘর সাজানোর পণ্য, চাবির রিং ধরনের উপহারের চাহিদা বেশি। অনেকে সফট টয়ও কেনেন। উপহার কিনতে আসা বিশ্ববিদ্যালয় ছাত্রী মুনা বলেন, ‘একসময় তো কার্ডের শুভেচ্ছা বাণী ছাড়া ঈদের আনন্দকেই অসম্পূর্ণ মনে হতো। এখন প্রচলন অনেকটা কমে গেলেও ঈদ উপহার হিসেবে সবসময় কার্ডকেই প্রাধান্য দিই আমি। মাঝে মাঝে হাতে বানিয়েও উপহার দিই কার্ড। তবে এবার ব্যস্ততার কারণে সেই সময় হয়ে ওঠেনি।’

উপহার হিসেবে ঈদ পোশাক থেকে শুরু করে গয়না, ঘর সাজানোর সামগ্রী, কসমেটিকস সবই দিতে পারেন। তবে উপহার কেনার সময় যার জন্য কেনা হচ্ছে তার বয়স ও রুচির প্রতি লক্ষ্য রাখা জরুরি। প্রয়োজনে কৌশলে জেনে নিন তার পছন্দ অপছন্দ কিংবা দরকারি জিনিস সম্পর্কে। বাবার জন্য উপহার হিসেবে দিতে পারেন পাঞ্জাবি, স্যান্ডেল, টুপি কিংবা আতর। প্রয়োজনীয় কিছু যেমন কলম, মানিব্যাগ, কার্ড হোল্ডার, চশমা ইত্যাদিও দেওয়া যায়। মায়ের জন্য কিনতে পারেন শাড়ি, মগ কিংবা ঘর সাজানোর টুকিটাকি। বিছানার চাদর বা কুশন দিতে পারেন চাইলে। কাপ, পিরিচ অথবা ডিনার সেটও কিনে দিতে পারেন। অথবা ফ্রেমে বাঁধানো আনন্দময় পারিবারিক মুহূর্তের একটি ছবি দিয়ে চমকে দিতে পারেন বাবা-মাকে।

ছোট ভাইবোনকে বই দেওয়া যায়। শিশুদের জন্য উপহার হিসেবে রাখুন নরম পুতুল, খেলনা, চুলের রঙিন ব্যান্ড বা চকলেট। আবার পরিবারের বয়স্ক সদস্য যেমন দাদি নানির জন্য উপহার নির্বাচন করুন তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে। পোশাকের পাশাপাশি পানদানি দিতে পারেন তাদের।

উপহার হিসেবে পোশাকের সাথে ম্যাচিং করে কানের দুল, ব্রেসলেট, আংটি দেওয়া যায়। ঝলমলে একটি নুপুর বা খোঁপার কাটাও হতে পারে নজরকাড়া উপহার। পাশাপাশি দিতে পারেন সুন্দর একটি জুয়েলারি বক্স। যারা কাঁচের চুড়ি পছন্দ করেন তাদের জন্য কয়েক ডজন চুড়ি কিনে দিন। চমৎকার নকশা করা চাবির রিং দিতে পারেন স্মারক উপহার হিসেবে। টেবিল ল্যাম্প, উইন্ড চাইম, ল্যাম্পশেড, ফটোফ্রেম, ফুলদানি, ক্রিস্টালের শো পিসও হতে পারে ঈদ উপহার।

ছেলেদের জন্য পোশাকের পাশাপাশি টাই, ঘড়ি, ক্যাপ, মেটালের ব্রেসলেট হতে পারে উপযুক্ত ঈদ গিফট। আফটার শেভ বা শেভিং ক্রিমও কিনে দিতে পারেন। বাঁধাই করা ফ্রেমের আয়না, পটারি উপহার হিসেবে দিতে পারেন যে কাউকে। ঈদ উপলক্ষে বিশেষ সংখ্যা বের করে পত্রিকা কিংবা ম্যাগাজিনগুলো। উপহার হিসেবে দিতে পারেন এসব ম্যাগাজিনও। ঈদ মোবারক লেখা মগ বা শো পিস হতে পারে চমৎকার ঈদ উপহার। প্রিয়জনকে একগুচ্ছ তাজা ফুল দিয়েও উৎসবের আনন্দকে প্রকাশ করতে পারেন। উপহার যাই হোক না কেন সেখানে থাকা চাই ভালোবাসা ও আন্তরিকতার পূর্ণ ছোঁয়া। ছোট্ট একটি উপহার ঈদের আনন্দকেই শুধু বাড়িয়ে দিবে না, পাশাপাশি স্মৃতি হয়ে থাকবে আজীবন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!