X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে ঢাকার আশেপাশে কোথায় যাবেন

সুবর্ণ আসসাইফ
০৯ এপ্রিল ২০২৪, ১৮:০৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৮:০৬
ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। আবার অনেকের ঈদ কাটবে ঢাকাতেই, বিশেষ করে ঢাকার স্থায়ী বাসিন্দ কিংবা বিভিন্ন ব্যস্ততায় যাদের এবার গ্রামে ফেরার সুযোগ হচ্ছে না তাদের। তাই যাদের এবার ঢাকায় ঈদ কাটছে, চাইলে তারাও পারেন ঈদের ছুটিটা ঢাকার আশেপাশে কোথাও কাটিয়ে দিতে। দিনে গিয়ে দিনে ঘুরে আসা কিংবা ২-৩ দিন কাটানোর মতো কোনও স্থান থেকে ঘুরে আসতে পারেন। পরিবার-বন্ধুদের সঙ্গে মনোরম প্রকৃতিক পরিবেশে আনন্দময় করে তুলতে পারেন ঈদের ছুটি। দিনে গিয়ে দিনেই ঘুরে আসতে চাইলে যেতে পারেন কোনও খোলমেলা প্রাকৃতিক সৌন্দর্য ঘেঁষা স্থানে। আবার ২-৩ দিন সুযোগ থাকলে সময় কাটিয়ে আসতে পারেন ঢাকার আশের কোনও রিসোর্ট থেকেও। ঢাকার আশেপাশে এমন কিছু মনোরম স্থান ও রিসোর্ট সম্পর্কে জেনে নিন।
 
ছুটি রিসোর্ট
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ঘেঁষে নির্মিত এই রিসোর্টটির জায়গা প্রায় ৫০ বিঘা। নগর জীবন থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে ভরপুর জায়গা যারা পছন্দ করেন ঘুরে আসতে পারেন রিসোর্টটি থেকে। এখানে গড়ে তোলা হয়েছে শহুরে স্পোর্টস জোন, রেস্তোরাঁ, সুইমিংপুল, এমনকি ক্যাম্পিং-এর সুবিধা। আছে মাছ ধরার ও নৌকা ভ্রমণের ব্যবস্থা, সবজি ও ফুল-ফলের বাগান এবং গ্রামীণ পিঠার ব্যবস্থা। এছাড়াও আছে ছনের তৈরি ঘর, ২১টি কটেজ। ধরন ভেদে কটেজগুলোর ভাড়া ৮ হাজার থেকে ১৭ হাজার টাকা।  ৭-৮ জনের গ্রুপের জন্য ডে আউট প্যাকেজ জনপ্রতি ২ হাজার ৫৩০ টাকা। 
ছুটি রিসোর্ট। ছবি- সংগৃহীত
 
সুবর্ণভূমি রিসোর্ট
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীর তীরে গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি। রিসোর্টটির বড় বৈশিষ্ট্য এর প্রাকৃৃতিক সৌন্দর্য। বিলাসবহুল রিসোর্টটির কটেজগুলোর সাধারণ খরচ ১১ হাজার থেকে ২৮ হাজার ৫০০ টাকা। তবে ডে আউট প্যাকেজে রুম ভাড়া পড়ে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার টাকা। 
 
জল ও জঙ্গলের কাব্য
টঙ্গীর পুবাইলের প্রায় ৯০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি। এটি বাঁশ, পাটখড়ির বেড়া, দিগন্ত বিস্তৃত জলরাশি ও ছনের ছাউনি দিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ গ্রামীণ আবহ। রিসোর্টের নিজস্ব জমিতে ফলানো শাক-সবজি এবং বিলের মাছ রান্না করে পরিবেশন করা হয় দর্শনার্থীদের। সারা দিন ঘুরে দেখতে খরচ করতে হবে ১৫০০ থেকে ৩৫০০ টাকা। আর তাতে রাতে থাকা যোগ করলে মূল্য দাঁড়াবে ৪৫০০ থেকে ৫৫০০ টাকা। এখানে দর্শনার্থীদের নেওয়া হয় গ্রুপে, আর সেই গ্রুপের সদস্য সংখ্যা কমপক্ষে ১০ জনের হতে হয়।
জিন্দা পার্ক। ছবি- বাংলা ট্রিবিউন

 

জিন্দা পার্ক
হাতে যদি সময় কম থাকে তাহলে যেতে পারেন পূর্বাচল হাইওয়ের কাছে জিন্দা পার্কে। সারাদিন সবুজের মধ্যে ঘোরাঘুরি করে ফিরে আসতে পারেন পরিবার বা বন্ধুদের সাথে। খাওয়া দাওয়ার জন্য পার্কের ভেতরেই আছে রেস্টুরেন্ট।
 
দিয়াবাড়ি
ঢাকার ভেতরে উত্তরা ১৫ নং সেক্টরে দিয়াবাড়ি সবারই কম বেশি পরিচিত। বিশেষ করে শরৎকালে কাশফুল দেখে অনেকেই গেছেন সেখানে।  এখন বসন্তের শেষ সময়ে কাশফুলে সৌন্দর্য না থাকলেও, ঈদের দিন প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় নিরিবিলি একটি সময় কাটানোর জায়গা হতে পারে।
গোলাপ গ্রাম। ছবি- বাংলা ট্রিবিউন
 
গোলাপ গ্রাম
ঢাকার পাশেই সাভারের বিরুলায় অবস্থিত গোলাপ গ্রাম। গ্রামের আঁকাবাঁকা সরু পথের পাশ ঘেঁষে অসংখ্য গোলাপের বাগান দেখতে পাবেন সেখানে গেলে। শীতকালই হলো গোলাপ গ্রাম ভ্রমণের সেরা সময়। শীতের শেষে তাই ঘুরে আসতে পারেন গোলাপ গ্রাম। বিশেষ করে ছবি তুলতে যারা ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ জায়গা এটি।

ড্রিম
হলিডে পার্কনরসিংদী
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় পার্কটির অবস্থিত। ছোট-বড় সবার জন্যই রয়েছে আলাদা সব রাইড। ঢাকা থেকে ঘণ্টা খানেক সময় লাগে সেখানে যেতে। ৬০ একর জমির ওপর নির্মিত এ পার্কে রয়েছে নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেলসহ মজার মজার অনেক রাইড
/এনএ/
সম্পর্কিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তীব্র গরমেও শীতল করমজল!
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা