X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১৪:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৪:৪০

প্রশ্ন: আমার বয়স ৫০ বছর। বারো বছর আগে স্বামীকে হারিয়েছি। এরপর এক মেয়ে নিয়ে বাবার বাসায় আছি। কিন্তু আমি খুব বিষণ্ণতায়  ভুগি। মেয়েটার পড়াশোনা বা যত্ন নিয়ে খুব চাপ বোধ হয়। মাঝে মাঝে মনে হয় সুইসাইড করি। কিন্তু মেয়ের কথা ভেবে পারি না।

উত্তর: আপনার এই বয়সে বিষণ্ণতার ঝুঁকি এমনিতেই বেশি। বিষণ্ণতার কারণে কাজে আগ্রহ ও মনযোগ কমে যায়। তাই মেয়ের পড়াশোনা বা যত্ন নিয়ে খুব চাপ বোধ করেন। আপনার মেয়ে আপনার আদর্শ ধারণ করেই বড় হচ্ছে। তাই তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনি আপনার কাজগুলোকে দায়িত্ব হিসেবে না দেখে মেয়ের প্রতি আপনার ভালোবাসার প্রকাশ হিসেবে দেখুন। কারণ মেয়ের কারণেই আপনি সুইসাইড করছেন না। আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট খান। লোহার কড়াইয়ে রান্না করা খাবার খাবেন, বেশি করে প্রাণীজ প্রোটিন ও ফ্যাট এবং ডিম খাবেন। কম কর্বোহাইড্রেট খাবেন, আপনার বিষণ্ণতা কেটে যাবে। আরও সহায়তা চাইলে আমার পূর্বপ্রকাশিত উত্তরগুলো দেখুন।

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। দশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলাম। কিন্তু একদিনও সংসার করা হয়নি। ছেলের অন্যত্র সম্পর্ক ছিল, সে বাবা মায়ের কথায় বাধ্য হয়ে বিয়ে করেছিল। ঐ ডিভোর্সের পর থেকে আজ পর্যন্ত বিয়ের কথা ভাবতে পারি না। আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না। আমি বুঝি সব ছেলে খারাপ না। কিন্তু মন থেকে আর আগ্রহ পাই না।

উত্তর: জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করাটা বোকামি হবে। এটি প্রাকৃতিকভাবে যার যখন হওয়ার, তার তখনই হবে। প্রকৃতির নিয়মেই হবে। আপনি আপনার পেশা ও প্যাশনের মাঝে সমন্বয় সাধন করার চেষ্টা করুন। আপনার জীবনে চ্যালেঞ্জ আছে বলেই আপনি কখনও বোরডোমে ভোগেন না। জীবন চলার পথ সরলরৈখিক নয়, বরং আঁকাবাঁকা। এটাকে মেনে নিয়ে বিক্ষিপ্ত লক্ষ্য অনুসন্ধান না করে সে ভার আপনার প্রবৃত্তির (ইন্সটিংট) উপর ছেড়ে দিন। সে আপনাকে গাইড করবে। কোনও কিছু নিয়েই জোরাজুরি করা বন্ধ করুন। মন যেটা করতে চায় সেটাই করুন। কারণ সেটাই আপনার অনন্য এবং অপরিবর্তনীয় বৈশিষ্ট্য।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি