বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক খাদি কাপড়। আর এই খাদি কাপড়ের বিশেষ প্রর্দশন নিয়ে ঢাকায় চলছে ট্রেসেমে নিবেদনে এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে 'এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি- দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭'। সেই ফ্যাশন মুহূর্তের কিছু ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন।