X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
ঈদ ফ্যাশন

টিনএজারদের পছন্দ কটি

নওরিন আক্তার
২৪ জুন ২০১৬, ২০:৫০আপডেট : ২৪ জুন ২০১৬, ২৩:২৭
image

গত বছর জনপ্রিয়তার তুঙ্গে ছিল কটি ফ্যাশন। কামিজের পাশাপাশি অন্যান্য পোশাকের সঙ্গেও তরুণীরা দিব্যি স্বাচ্ছন্দ্য ছিলেন কটিতে। এ বছর কামিজের সঙ্গে কটির চল কমে এলেও টিনএজাররা পাশ্চাত্য পোশাকের সঙ্গে পছন্দ করছেন কটি।

মেঘ-বৃষ্টি মোটিফের কটি
জিন্সের সঙ্গে টি শার্ট ও উপরে চাপিয়ে দেওয়া একটি রঙিন কটি- ব্যস! সাজে চলে আসবে ভিন্ন মাত্রা। বন্ধুদের আড্ডায় যেমন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন তেমনি হুট করে বের হয়ে যাওয়ার জন্যও বেশ আরামদায়ক পোশাক এটি।

এ কটি পরতে পারবেন দুই দিকেই!
ফিতা দেওয়া কটির পাশাপাশি সামার কোট ধাঁচের একটু লম্বা কটিও বেশ ফ্যাশনেবল। রঙিন পাইপিং ও ব্লক নান্দনিকতা নিয়ে আসছে কটির নকশায়। গ্লাস বসানো জমকালো কটিও পরতে পারেন।

লম্বা ধাঁচের কটি মানিয়ে যাবে ফর্মাল লুকে

নিচের দিকে গোলাকার ছাঁটের পাশাপাশি চারকোণা ছাটের কটি রয়েছে। আবার গোল গলার পাশাপাশি রয়েছে কলার দেওয়া লম্বা কটি।

এ কটি পরতে পারবেন দুই দিকেই!
অনলাইন শপ দিশা’স রোড ব্লকস- এর স্বত্বাধিকারী সায়কা শাহরিন দিশা টিনদের চাহিদা মাথায় রেখে বেশ কিছু কটি নিয়ে এসেছেন। বাটার সিল্কের তৈরি এই কটিগুলোতে প্রাধান্য পেয়েছে মজার মজার মোটিফ। হারিকেন, ছাতা, বাল্ব, ছাতা, মেঘ-বৃষ্টির এইসব মোটিফ নিজেই ডিজাইন করেছেন বলে জানালেন তিনি। সম্পূর্ণ ব্লকের কাজ করা রঙিন এই কটিগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দুই দিকের পরা যায়! দুই দিকে দুটি ভিন্ন রং ও মোটিফে কাজ করা হয়েছে বলে পছন্দ মতো ঘুরিয়ে পরতে পারবেন এগুলো। আবার ফুল হাতা ফ্যাশনেবল কটিও এনেছেন যা পশ্চিমা পোশাকের সঙ্গে মানানসই। অর্ডার পেলে নিজেই বানিয়ে দেন কটি। দিশা জানালেন আরও বেশ কিছুদিন ঈদের জন্য অর্ডার নেবেন।

কটির জন্য বেছে নিন উজ্জ্বল রং
কটি যেহেতু পোশাকের উপরে পরা হয় সেহেতু একটু উজ্জ্বল রং বেছে নিলেই ভালো করবেন। নীল, আকাশি, হলুদ, কমলা, ম্যাজেন্টা, গোলাপির মতো রংগুলো চাকচিক্য নিয়ে আসবে। যেকোনও রঙের পোশাকের সঙ্গেই মানানসই এ ধরনের রং। অপেক্ষাকৃত হালকা রংয়ের পোশাকের সঙ্গে গাঢ় রঙের কটি পরতে পারেন। আবার একটু হালকা রং ভালো দেখাবে গাঢ় রংয়ের পোশাকে।

গোল গলার ফুল হাতা কটিতে স্টাইলিশ হয়ে উঠতে পারেন
টি শার্ট, কামিজ ও ফতুয়ার সঙ্গে পরতে পারেন স্টাইলিশ কটি। টি শার্ট অথবা ফতুয়ার সঙ্গে ফিতা দেওয়া খোলা কটি ভালো দেখাবে। ফুল হাতা কটি পরতে পারেন একটু ফর্মাল পোশাকের সঙ্গে। অনলাইন বিভিন্ন শপ ছাড়াও আজিজসহ বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন বৈচিত্র্যময় কটি।

টিনএজারদের পছন্দ কটি

কটি: দিশা’স রোড ব্লকস
মডেল: অনন্যা ও অনিন্দ্যা 
ছবি: ফয়সাল মাসুম



/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি