X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
ঈদ প্রস্তুতি

হিলিতে জমে উঠেছে ঈদের বাজার

হালিম আল রাজী
২৬ জুন ২০১৬, ১২:৪৪আপডেট : ৩০ জুন ২০১৬, ১৫:২৩
image

ঈদের বাকি আর কিছুদিন। সীমান্তবর্তী শহর হিলি জমে উঠেছে ঈদ আয়োজন নিয়ে। ১০ রোজার পর থেকেই নতুন পোশাক কেনা ও বানানো শুরু হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।

হিলিতে জমে উঠেছে ঈদ বাজার

শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এছাড়া গজ কাপড়ের দোকান, টেইলার্স ও লেডিস কর্নারগুলোতে ভিড় আরও বেশি। রোজার শুরু থেকেই পোশাক কারিগরদের ব্যস্ততা শুরু হয়েছে। 

বাংলাহিলি বাজারের বৃষ্টি গার্মেন্টস, চামেলি ফ্যাশন, আল আজিজ বস্ত্রালয়, মা গার্মেন্টস, সৌখিন বস্ত্রালয়, জননী বস্ত্র বিতান, লাবন্য ফ্যাশন, শিশির বস্ত্রালয়, খান বস্ত্রালয়, ঘুড়ি, স্মার্ট চয়েস, ব্যান্ড কালেকশন, ফ্যামেলি ফ্যাশনসহ বিভিন্ন দোকানে এখন নারী পুরুষসহ সবধরনের ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

এ ছাড়া বাংলাহিলি বাজারের সাজ টেইলার্স, খান টেইলার্স, সানমুন টেইলার্স, মনিষা ফ্যাশন, বাদশা টেইলার্স, আইডিয়াল টেইলার্স, শহিদুল টেইলার্স, স্টুডেন্ট টেইলার্সসহ বিভিন্ন টেইলার্সে পোশাক তৈরির জন্য ভিড় করছেন ক্রেতারা। টেইলার্সের শ্রমিকরা জানান তারা সকাল ৮টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত টানা পোশাক তৈরি করছেন। এই ব্যস্ততা চলবে চাঁদরাত পর্যন্ত। টেইলার্সে প্রতিটি শার্ট ২৫০ ও প্যান্ট ৩৫০ টাকা মজুরি হিসেবে সেলাই করা হচ্ছে। 

বাংলাহিলি বাজারের সবচেয়ে বড় টেইলার্স সানমুন টেইলার্সের স্বত্বাধিকারী মোঃ রহমত আলী বাবু জানান, এ বছর রমজানের শুরুর এক সপ্তাহ আগে থেকেই পোশাক তৈরির অর্ডার পাওয়া যাচ্ছে। গত বছর তার টেইলার্সে এক হাজার ৫০০ প্যান্ট এবং এক হাজার ৭০০ শার্ট তৈরির অর্ডার নিয়েছিলেন। এছাড়াও থ্রি পিসসহ মহিলাদের অন্যান্য পোশাকও বানিয়েছেন। এবার আরও বেশি অর্ডার হবে বলে তিনি আশা করছেন। বর্তমানে ২৫ জনের মতো কারিগর দিনরাত কাজ করে যাচ্ছেন তার টেইলার্সে।

মার্কেট ঘুরে দেখা গেল বাহারি ডিজাইনের পোশাক। দেশি পোশাকের পাশাপাশি ভারতের বিভিন্ন পোশাক এসব দোকানে শোভা পাচ্ছে। ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ভারতের টিভি সিরিয়ালের নামানুসারে বিভিন্ন ড্রেস। এক একটি থ্রি-পিসের দাম চাওয়া হচ্ছে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া তৈরি পোশাক ৮০০ থেকে শুরু করে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পোশাকের দাম আকাশচুম্বী বলে অভিযোগ পাওয়া গেল অনেক ক্রেতার কাছ থেকে। তবে দোকানিরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এবার তৈরি পোশাকের দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে। 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া