X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ঈদ প্রস্তুতি

কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

কুদরতে খোদা সবুজ
৩০ জুন ২০১৬, ১৩:৪০আপডেট : ৩০ জুন ২০১৬, ১৫:১৯
image

কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

কুষ্টিয়ায় শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা জমে উঠেছে। শহরের মার্কেটগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ বছরও বিপণীবিতানগুলোতে ভারতীয় সিরিয়ালের নামে পোশাক এসেছে। বাহারি ডিজাইনের এসব পোশাকের দিকে আকর্ষণ ছোট-বড় সবার। নারীদের জন্য নানা রকম বাহারি রংয়ের শাড়ি, থ্রি পিস, ফতুয়া ও ছেলেদের আকর্ষণীয় পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, বাচ্চাদের জন্য নানা ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে দোকানে। পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সুতি ও জর্জেটের থ্রিপিসও। ইতোমধ্যে ক্রেতা সামলাতে কুষ্টিয়ার দোকানিরা অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছেন।

প্রতিদিনই সকাল থেকেই শহরের প্রধান সড়কগুলোতে রিকশা, ভ্যান সিএনজি ও অটো রিকশার চাপে অধিকাংশ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের মজমপুর থেকে শুরু হওয়া এনএস  রোডকেন্দ্রীক দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। এছাড়াও অভিজাত মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে শহরের বিআরবি কেবলসের লাভলী টাওয়ারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাসাধারণের ভিড় লক্ষ করা যায়। এই মার্কেটের মিরা শাড়ি ঘরের মালিক নিশিত বিশ্বাস জানান, বিক্রি ভালো। সামনের কয়েকদিন আরও বেশি বিক্রি হবে। বেনারসি শাড়িঘরের মালিক শামসুল হক জানান, বিক্রি শুরু হয়েছে। তবে সামনের দিনগুলো আরও বেশি বিক্রির আশা করছি। তিনি জানান, এবার শাড়ি ও কাপড়ের নতুন নতুন কালেকশন আছে। শাড়ি এবং কাপড়ের মূল্য ক্রেতাসাধারণের সামর্থ্যরে মধ্যেই আছে। একই মার্কেটে ফাতেমা ফ্যাশনে শিশু ও নারীদের পাশাপাশি পুরুষের পাঞ্জাবি ও ব্র্যান্ডের টিশার্ট পাওয়া যায়। একই মালিকের এই প্রতিষ্ঠানের প্রতিটি দোকানেই সব বয়সের মানুষের ভিড় লেগেই আছে। ফাতেমা ফ্যাশনের কর্মচারী জানান, বিক্রি ভালো। আমাদের সব ধরনের কালেকশন থাকায় ক্রেতারা একদামে ভালো পণ্য ক্রয় করে সন্তুষ্ট। এ মাকের্টের ‘স্ট্রেপ’ দোকানে স্যান্ডেল ও শিশুদের বিভিন্ন রকমের পোশাকের সমারোহ ক্রেতাসাধারণকে আকৃষ্ট করতে পেরেছে।

শহরের ইসলামীয়া কলেজ মার্কেটের মৌ ফ্যাশনে দেখা গেল প্রচণ্ড ভিড়। এখানে সব বয়সের মানুষের পোশাকের সমারোহ রয়েছে। তমিজ উদ্দিন সুপার মার্কেট, কুষ্টিয়া হাইস্কুল মার্কেট, চাঁদ সুলতানা স্কুল মার্কেট, শতাব্দি ভবন মার্কেট, জেলা পরিষদ মার্কেট, বঙ্গবন্ধু সুপার মার্কেট, রজব আলী মার্কেটের দোকানগুলোতেও ক্রেতার ভিড় লক্ষ করা গেছে। পোশাকের পাশাপাশি থানার সামনে জুতা স্যান্ডেলের দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্বর্ণের দোকানেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ ছাড়া প্রসাধনীর দোকানগুলোতে বিভিন্ন বয়সের মেয়েদের ভিড় লেগেই রয়েছে।

রোজার শুরু থেকেই অনেক টেইলার্সে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। টেইলার্সের দোকানগুলোতে রাত দিন নির্ঘুম সময় পার করছেন দর্জি এবং শ্রমিকেরা। শহরের শাপলা মোড়ে অবস্থিত নিডস টেইলার্সের মালিক এস এস কাদেরী শাকিল জানান, রোজার শুরু থেকেই অর্ডার নেয়া বন্ধ করেছি। অনেকে অর্ডার দিতে এসে ফিরে যাচ্ছেন। তিনি জানান, আমাদের দর্জি এবং কারিকেররা রাত দিন কাজ করছেন।

ঈদের বাজার করতে আসা ক্রেতারা জানান, বাজারে সব ধরনের পোশাক এবং জিনিসপত্র পাওয়া গেলেও দাম বেশি বলে মনে হচ্ছে। এদিকে কুষ্টিয়ায় ঈদের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরি বকার্যক্রমের আওতায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে। ফলে একটু স্বস্তি ফিরেছে কুষ্টিয়া শহরের ঈদ বাজারে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতিকুল মামুন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব পণ্যের দাম যেন সাধারন মানুষের নাগালে রাখা যায় তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ