X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঈদ প্রস্তুতি

এক কোটি তাঁতের শাড়ি বিক্রির লক্ষ্য ব্যবসায়ীদের!

মোহাম্মদ আফজাল হোসেন
০১ জুলাই ২০১৬, ১৪:০৯আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৪:২৬
image

যেকোনও অনুষ্ঠানে বাঙ্গালী নারীর প্রথম পছন্দ শাড়ি। নিত্যনতুন ডিজাইনের টাঙ্গাইলের তাঁতের শাড়ি নারীদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে। ঈদকে সামনে রেখে তাই বেড়েছে তাঁতের শাড়ির বিকিকিনি। সার্বিক পরিবেশ পরিস্থিতি ভাল থাকার কারনে বিগত দুই বছরের তুলনায় এ বছর শাড়ি বিক্রি বেড়ে গেছে বলে জানান শাড়ি ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে প্রায় এক কোটি টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিক্রি হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

জমে উঠেছে তাঁতের শাড়ির বিকিকিনি

গতকাল তাঁত শাড়ীর স্বর্গরাজ্য হিসেবে খ্যাত টাঙ্গাইলের পাথরাইলের তাঁত পল্লী ঘুরে দেখা যায় শেষ সময়ের ব্যস্ত সময় পার করছেন তাঁত পল্লীর শ্রমিকরা। বিরামহীন দক্ষ হাতগুলো মাকু চালিয়ে বিভিন্ন ডিজাইনের শাড়ী তৈরি করছেন। এখানকার তাঁতিরা যুগ যুগ ধরেই তৈরি করছেন বেনাসরি, সিল্ক, জামদানিসহ বিভিন্ন ধরনের শাড়ি। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শাড়ি কিনতে আসছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রামের তেরী বাজারের মাসুম ক্লথ স্টোরের মালিক মোবারক মিয়া এসেছেন পাথরাইলে তার প্রতিষ্ঠানের জন্য শাড়ি নিতে। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, টাঙ্গাইলের তাঁতের শাড়ির চাহিদা প্রচুর। রোজার শুরুতে এসে যে শাড়ি নিয়ে গিয়েছিলেন তা প্রায় সব শেষ হয়ে গেছে। মাঝে ফোনে চাহিদা জানিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি নিয়েছেন। চাহিদা বেশি থাকায় আবারও নিজেই এসেছেন নতুন ধরনের শাড়ি নিতে।

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকা থেকে শারমিন আক্তার এসেছেন তার নিজের জন্য এবং আত্মীয়স্বজনদের জন্য শাড়ি কিনতে। তিনি বলেন, ‘উন্নতমানের সুতায় নিখুঁত বুননের জন্য এবং নতুন ডিজাইনের জন্যই টাঙ্গাইলের তাঁতের শাড়ি আমার বেশি পছন্দ।’

কথা হয় তাঁত শ্রমিক রমেশ চন্দ্র দাশের সঙ্গে যিনি ১৩/১৪ বছর ধরে এই পেশায় জড়িত। তিনি জানান, স্বাভাবিকভাবে সপ্তাহে ৩টা দোতারি জামদানি শাড়ি উৎপাদন করেন। কিন্তু ঈদের আগে শাড়ির চাহিদা বেশি থাকায় দিনরাত কাজ করতে হচ্ছে।

টাঙ্গাইলের তাঁতশিল্প

চন্ডি গ্রামের স্বপন পাল ১৬ টা তাঁতের মালিক। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘ঈদের আগে শাড়ির চাহিদা অনেক বেড়ে যায়। মহাজনের শাড়ির চাহিদা মেটাতে তাই আমার শ্রমিকদের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় ধরে কাজ করতে হয়।’

পাথরাইলের শাড়ি ব্যবসায়ী সুবির বসাক জানান, রোজার প্রায় তিন মাস আগে থেকেই ঈদের বাজারকে টার্গেট করে নতুন নতুন নকশা তৈরি করে শাড়ি বুনন শুরু হয়। রোজার শুরুর ১০/১৫ দিন আগে থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা শাড়ি নেওয়া শুরু করেন। চলে ঈদের সপ্তাহখানেক আগ পর্যন্ত। আর খুচরা ক্রেতারা ১৫ রোজার পর থেকে আসা শুরু করেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর শাড়ি বিক্রি অনেক বেড়ে গেছে।

পাথরাইলের প্রবীণ শাড়ি ব্যবসায়ী ও জেলা তাঁত মালিক সমিতির সাবেক সভাপতি রঘুনাথ বসাক জানান, গত দুই তিন বছরের তুলনায় এবার ঈদে টাঙ্গাইল শাড়ির বাজার বেশ ভালো। তিন থেকে চার হাজার টাকা দামের শাড়িই বেশি বিক্রি হচ্ছে। সুতি শাড়িও বিক্রি হচ্ছে প্রচুর। ঈদকে কেন্দ্র করে আনুমানিক এক কোটি পিস টাঙ্গাইল শাড়ি বিক্রি হবে বলে আশা করেন তিনি।

টাঙ্গাইলের তাঁতশিল্প

তিনি জানান, এবারের ঈদকে সামনে রেখে টিস্যু সিল্কের জামদানি, ছত্রিশ গড়ের মুগা সুতায় তৈরি শাড়ি, গিজা সুতায় শাড়ি উৎপাদন করেছেন তিনি। এছাড়াও উৎপাদন করেছেন, জামদানি, সিল্ক জামদানি, টিস্যু জামদানি শাড়ি। আর ৪০০ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার টাকা পর্যন্ত দামের শাড়ি উৎপাদিত হয়েছে।

তবে রঘুনাথ বসাকের দুঃখ অন্যখানে। তিনি বলেন, আজকাল শাড়ির ব্যবহার কমে যাচ্ছে। তুলা উৎপাদন থেকে শুরু করে, আমদানি, সুতা তৈরি, শাড়ি উৎপাদন, বিপণন- সবকিছু মিলিয়ে আমাদের দেশে শাড়ি শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় এক কোটি লোক জড়িত। যদি শাড়ির ব্যবহার কমে যায় তবে এই বিশাল জনগোষ্ঠি কর্মসংস্থান নিয়ে বিপদে পড়বে।’

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা