X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতে বিবিআনা’র বিশেষ পোশাক প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক
২৪ জুলাই ২০১৬, ১৩:২৯আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৩:৩৪
image

১৫ ও ১৬ জুলাই ভারতের মেঘালয় রাজ্যের শিলং-এ বাংলাদেশ, ভারত, ভুটান, মায়ানমার ও নেপালের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দুই দিনের আঞ্চলিক সম্মেলন হয়ে গেল। ‘এশিয়ান কনফ্লুয়েঞ্চ নদী উৎসব ২০১৬’ শেষ হয় শিলং ঘোষণার মধ্য দিয়ে।

ভারতে বিবিআনা’র বিশেষ পোশাক প্রদর্শনী

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ভারতের মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরার মুখ্যমন্ত্রীবৃন্দ, মেঘালয়-এর গভর্নর, বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দিল্লীস্থ বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ছাড়াও বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, নাগরিক সমাজের সদস্য, ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যসহ বাংলাদেশ থেকে দুই শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ছিল একাধিক পলিসি ডায়ালগ ও থিমেটিক আলোচনা।

ভারতে বিবিআনা’র বিশেষ পোশাক প্রদর্শনী

দুই দিনব্যাপী এ সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা যেখানে বাংলাদেশের পোশাক প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ প্রদর্শনীতে ফ্যাশন হাউস বিবিআনা'র  ব্যবস্থাপনা পরিচালক ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার তার খাদি, সিল্ক ও সূচিশিল্প নিয়ে অংশ নেন।এছাড়া আজিয়ার ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক শাহীদ হোসেন শামীম তার ইন্ডিগো ডায়িং-এর এক্সক্লুসিভ পোশাক প্রদর্শনী করেন বিশেষ গ্যালারীতে। একই সাথে নির্বাচিত ৬ জন তরুণ ডিজাইনারের তৈরি পোশাকের প্রদর্শনীও হয়। প্রদর্শনী উদ্বোধন করেন, মিজোরামের মুখ্যমন্ত্রী শী লাল থানওয়ালা। এ প্রদর্শনী ও এর সামগ্রিক কাজে সহায়তা করে ঢাকাস্থ ই.এম.কে সেন্টার। বিপুল সংখ্যক দর্শনার্থী ছাড়াও বাংলাদেশের এ গ্যালারী পরিদর্শনে আসেন বিমান ও পর্যটনমন্ত্রী জনাব রাশেড খান মেনন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল নাগ শর্মা, গভর্নর ভি সানমুগানাথসহ আরও অনেকে।

লিপি খন্দকার বলেন, “এখানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সমসাময়িক ফ্যাশন ও পোশাক সম্পর্কে দর্শনার্থীদের একটি ধারণা দিতে পেরেছি। ভারতীয় ক্রেতারা খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন আমাদের কাজ এবং ভারতে আমাদের পোশাক রপ্তানীর সম্ভাবনা যাচাই করতে। এছাড়া আমরা ইতোমধ্যেই কোলকাতা, শিলং, ত্রিপুরা,আসামসহ বিভিন্ন এলাকায় আমাদের পোশাকের প্রদর্শনী ও বিক্রির জন্য একাধিক আমন্ত্রণ পেয়েছি। খুব শীঘ্রই আমরা সেখানে যাব আমাদের প্রোডাক্ট নিয়ে।”

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!