X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বজায় থাকুক ভ্রমণের আনন্দ

আজরাফ আল মূতী
১০ আগস্ট ২০১৬, ১৯:২২আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৯:৪২
image

সামান্য কিছু ভুলের কারণে মাটি হয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত ভ্রমণের আনন্দ। রিডার্স ডাইজেস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন কিছু ভুলের কথা। জেনে নিন কী কী কারণে আপনার ভ্রমণের আনন্দ নষ্ট হতে পারে-

বজায় থাকুক ভ্রমণ আনন্দ

আগাম ধারণার অভাব
যেখানে ঘুরতে যাচ্ছেন, সে স্থান সম্পর্কে আগাম ধারণা না থাকলে, আনন্দ ফিকে হয়ে আসার আশঙ্কা প্রায় শতভাগ। এ থেকে রেহাই পেতে আগেভাগেই জেনে নিন স্থানটির সামাজিক ও আঞ্চলিক রীতিনীতি, থাকা/খাওয়ার ব্যবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়া সম্পর্কিত তথ্য।

বাড়তি বোঝা নেবেন না
ভ্রমণের সময় দেখা যায় আমরা সতর্কতা অবলম্বন করতে গিয়ে ব্যাগ বা জিনিসপত্রের সংখ্যা বাড়িয়ে ফেলি। আদতে কাজটি ঠিক নয়। এটি ভ্রমণে এক ধরনের বাড়তি মানসিক চাপ সৃষ্টি করে। আর তাই ভ্রমণ আনন্দ ঠিক রাখতে সঙ্গে রাখুন নিতান্ত প্রয়োজনীয় জিনিস। এক কথায়, যত স্বল্প বোঝা নিয়ে ভ্রমণ করা যায়, তত ভালো।

ভ্রমণকালীন দুঃশ্চিন্তা এড়িয়ে চলুন
যতো নিখুঁত পরিকল্পনাই করা হোক না কেন, ভ্রমণের সময় সবকিছু আপনার পরিকল্পনা মতো না-ও হতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে উত্তেজিত বা চিন্তিত হয়ে উঠলে ভ্রমণ আনন্দ মাটি হয়ে যেতে পারে নিমিষেই। আর তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি বিচার করার চেষ্টা করুন এবং ঠাণ্ডা মাথায় সৃষ্ট সমস্যার সমাধান করুন।

অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না

ভ্রমণে বের হওয়ার আগেই যদি আশা করেন- এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর ভ্রমণ হবে, তাহলে হয়তো ভুল করবেন। এর চেয়ে বরং আপনাকে মুগ্ধ করার দায়িত্বটি ছেড়ে দিন প্রকৃতির হাতে। এতে করে আর যাই হোক না কেন, নিরাশ হবেন না।

মিশতে না পারা
ধরা যাক, দল বেঁধে ঘুরতে বেরিয়েছেন। দলে এমন কেউ থাকতেই পারে যাদের সঙ্গে আপনার কোনও পূর্ব পরিচয় ছিল না। এক্ষেত্রে আপনি যদি নিজের মধ্যেই গুটিয়ে থাকেন, তাহলে আপনার তো বটেই গোটা দলটির ভ্রমণ আনন্দ নষ্ট হয়ে যাবে। উপায়? ভ্রমণে বের হয়েছেন, মিশে যান অন্যান্যদের সঙ্গে। আপনি কী করতে চাচ্ছেন সেটি জানান, অন্যান্যরা যা করতে চাচ্ছেন তাতে অংশগ্রহণ করুন। বাকিটুকু ঠিক হয়ে আসবে স্বাভাবিকভাবে নিয়মেই।

 ছবি: ফারুখ আহমেদ 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না