X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শিশুকে সামাজিক করে তুলতে হলে

আহমেদ শরীফ
১৫ আগস্ট ২০১৬, ১৪:২৩আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৪:২৫

 

শিশুদের খেলা

 শিশুদের মানসিক বিকাশ,  তাদের আবেগ নিয়ন্ত্রণের কোচ হিসেবে বাবা মায়েরাই বেশি ভূমিকা রাখেন। শিশুরা  খুব স্বাভাবিক ভাবেই ঘরের মানুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। তবে বাইরের জগতের সাথে কিভাবে একটি শিশু নিজেকে মানিয়ে নেবে, তা মূলত শেখান তার বাবা-মা। অন্যদের সঙ্গে কথা বলার ধরন কেমন হবে, নিজের আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এসব বাবা মাকেই শেখাতে হয়। সেক্ষেত্রে টাইম অফ ইন্ডিয়া জানিয়েছে আদর্শ বাবা মা হওয়ার কিছু  টিপস:

 আবেগ দিয়ে বাঁধুন: শিশুদের মাঝে নেতিবাচক চিন্তা ও স্বার্থপর আচরণ দেখা যায় প্রায় সময়। বাবা ও মা হিসেবে আপনার শিশুকে বুঝাতে হবে সে যেন তার আবেগকে দমন করতে পারে। সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা, নিজের অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষেত্রে মার্জিত হওয়ার বিষয়ে শিশুকে শেখাতে পারেন বাবা মা।

মমতায় আগলে রাখুন: জরিপে দেখা গেছে, বাবা মা যে সব শিশুকে সব সময় বকা ঝকা করেন, তারা তাদের বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিশতে পারে না। তাই আপনার শিশুকে মমতায় আগলে রাখতে হবে।

শিশুদের আনন্দ

আচরণ শেখাতে হবে: শুধু প্লিজ, থ্যাংক ইউ শব্দ দুটো শিশুকে শেখালে চলবে না। প্রতিদিন তার বাবা-মা একে অন্যের সঙ্গে কেমন আচরণ করে সেটাও কিন্তু একটা শিশু দ্রুত শেখে। জরিপে দেখা গেছে, বাবা মায়ের সঙ্গে যেসব শিশুর সম্পর্ক খুব গভীর, তারা সামাজিকভাবে সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে। তাই আপনার শিশুর কথা মনোযোগ দিয়ে শুনুন। সেও তার বন্ধুদের কথা মন দিয়ে শুনবে। সে কোনও আবদার করলে কর্কশভাবে তা বাতিল করে না দিয়ে বুঝিয়ে বলতে হবে তাকে।

অন্য শিশুর সঙ্গ নিশ্চিত করুন: একটি শিশুর সঙ্গে একই বয়সের আরেক শিশুর বন্ধুত্ব হয় সহজেই। তাই আপনার শিশুকে অন্য শিশুদের সাথে রাখার চেষ্টা করুন। তাকে খেলার, কথা বলার, ভাব বিনিময়ের সুযোগ করে দিন।একটু বড় হলে এমন খেলনা কিনে দিন, যাতে সে একা নয় বরং আরেকজনকে সাথে নিয়ে খেলতে পারে। তবে খেয়াল রাখতে হবে এতে আপনার শিশু যেন অন্যদের সঙ্গে ঝগড়া না করে।

 তত্ত্বাবধান করুন: শিশুদেরকে সব সময় তত্ত্বাবধান করতে হয়ে। যদি তার উপর ছড়ি ঘুরাতে থাকেন, তাহলে সে খোলা মনে কিছু শিখতে পারবে না। তার মাঝে সামাজিক গুণগুলো বিকশিত হবে না। তাই কখন শিশুকে ধমক দিতে হবে,  কখন তাকে কোমল স্বরে বুঝাতে হবে,  এ বিষয়গুলো মনে রাখা  উচিত বাবা মায়ের।

ছবি- সাজ্জাদ হোসেন।

/এফএএন/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস