X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঈদের ছুটিতে বেড়ানো

লক্ষাধিক পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত ‘সাগর কন্যা’

রাজিব বসু, পটুয়াখালী
১১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৩

বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটিতে আগত পর্যটকদের আকৃষ্ট করতে প্রস্তুত 'সাগর কন্যা' খ্যাত কুয়াকাটা। ঈদকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-মোটেল ও রেস্তোরাগুলো সংস্কার করে নান্দনিক সাজে সাজানো হয়েছে। দোকানিরা হরেক পণ্যের পসরা সাজিয়ে পর্যটকের অপেক্ষায় প্রস্তুত। ঈদ পরবর্তী সময়ে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের সমাগমে মিলন মেলায় পরিণত হবে দীর্ঘ ১৭ কিলোমিটার সৈতক। ভ্রমণপিপাসুদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে পৌর প্রশাসন ও কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

হোটেল ব্যবসায়ীরা জানান, আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পেয়ে হোটেলের রুম আগাম বুকিং দিয়ে রেখেছেন পর্যটকরা। কেউ তিন দিন আবার কেউ কেউ চার-পাঁচ দিনের জন্য ভ্রমণে আসতে প্রয়োজনীয় রুম বুকিং করে রেখেছেন। পর্যটন এলাকায় ছোট-বড় শতাধিক হোটেলের বেশিরভাগ রুম ইতোমধ্যে বুকিং হয়ে গিয়েছে। তবে ঈদের পরের দিন থেকে পর্যটক সমাগম শুরু হবে। আবহাওয়া অনুকূল থাকলে ঈদ পরবর্তী এক সপ্তাহ কুয়াকাটায় লক্ষাধিক ভ্রমণপিপাসুর আগমন ঘটবে বলে আশা করা যাচ্ছে।

কুয়াকাটা সমুদ্র সৈকত

পরিষ্কার করা হয়েছে কুয়াকাটার দর্শনীয় স্থান নারিকেল বিথী,ফয়েজ মিয়ার বাগান,জাতীয় উদ্যান (ইকোপার্ক),  শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার ওসীমা বৌদ্ধ বিহার। ভ্রমণের জন্য রয়েছে সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বন,গঙ্গামতি,লাল কাকড়ার চর, কাউয়ার চর,লেম্বুর চর ওশুঁটকি পল্লী। সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমে মনোমুগ্ধকর সমুদ্রের বুকে দীর্ঘ ১৭ কিলোমিটার বেলাভূমি। এই বেলাভূমির যেকোনও স্পটে দাঁড়িয়েই দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য। একদিকে সাগর আর অন্যদিকে রয়েছে প্রকৃতিঘেরা একাধিক লেক সংরক্ষিত বনায়ন।

হোটেল বিচ হ্যাভেনের রুম ডিভিশনের ইনচার্জ বায়েজিদ আহমেদ বলেন,“তিন, চার ও পাঁচ দিনের জন্য আমাদের প্রায় শতভাগ রুম আগাম বুকিং হয়ে গেছে। পর্যটকরা যেভাবে যোগাযোগ করছেন তাতে মনে হচ্ছে আগাম রুম বুকিং না দিয়ে যারা ঘুরতে আসবেন তারা শেষ পর্যন্ত থাকার স্থান নিয়ে বিপদে পড়বেন।”

কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন,“পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক উন্নত হওয়ায় এবং ফেরির তিনটি ব্রিজ হওয়ায় ঈদের দীর্ঘ ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে। এরই মধ্যে শতাধিক হোটেল-মোটেলে প্রায় সব রুম বুকিং হয়ে গেছে।”

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন,“ইতোমধ্যেই সংশিষ্ট সকলকে নিয়ে পর্যটকদের নিরাপত্তা প্রদানসহ আনুসঙ্গিক সকল বিষয় নিশ্চিত করা হয়েছে। বিগত অভিজ্ঞতায় বোঝা যাচ্ছে এবারের ঈদ পরবর্তী সময়ে লক্ষাধিক পর্যটকদের পদচারনায় মুখরিত হবে কুয়াকাটা।”

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মীর ফসিউর রহমান জানান,১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের টহলরত একটি ভ্রাম্যমান দল সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। সাথে গোয়েন্দা সদস্যদের একটি দল মাঠে থাকবে। পর্যটকদের সতর্কভাবে সাগরে গোসল করার জন্য জিরো পয়েন্টে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হবে। এছাড়া সাগরে যেকোনও পরিস্থিতি মোকাবেলায় স্পিড বোট ও ওয়াটার বাস রাখা হবে।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের