X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চলছে ষষ্ঠ ডেনিম উৎসব

লাইফস্টাইল ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৭:২০আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:২৫
image

৫ অক্টোবর রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশ শো। ‘ভিন্টেজ রিকল’ থিম নিয়ে এবারের আসরে ডেনিম পণ্য প্রদর্শনের পাশাপাশি থাকছে সেমিনার ও ওয়ার্কশপ। পুরো ভেন্যু জুড়ে তৈরি করা হয়েছে ডেনিম ভিলেজ। বাংলাদেশসহ বিশ্বের খ্যাতনামা ২৮টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এবারের ডেনিম উৎসবে অংশগ্রহণ করেছে।

চলছে ষষ্ঠ ডেনিম উৎসব

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের অ্যাম্বাসেডর ডেভরিম অর্চটাক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ট্রেক্সটাইল মিলস অ্যাসোশিয়েশন (বিটিএমএ)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট জনাব আতিক-ই-রাব্বানী এবং জনাব ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ।

প্রধান অতিথির বক্তৃতায় ডেভরিম অর্চটাক বলেন, “বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। ডেনিম পণ্য নিয়ে এই আয়োজন এখানকার পোশাক তৈরিকারক ও বিদেশি কোম্পানিগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করবে।”

চলছে ষষ্ঠ ডেনিম উৎসব

ডেনিমঅ্যান্ডজিনস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়াল বলেন, “ ইউরোপীয় ইউনিয়নের বাজারে এ মুহূর্তে জিন্সের বৃহত্তম রফতানিকারক বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের আগমনী পদধ্বনি আরও শোনা যাচ্ছে ভারত, চীন, লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালি বাজারগুলোতেও।”

পরিবেশবান্ধব ইন্ডিগো ডায়িংয়ের ব্যবহার নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় আয়োজনের প্রথম দিন। ‘সাসটেইনেবল ডিজাইন, ফাইভ ফান্ডামেন্টাল স্টেপস টু ক্রিয়েট অ্যা সাসটেইনেবল কালেকশন’ শীর্ষক লাইভ ভিডিও কনফারেন্স পরিচালনা করেন ইতালির বিখ্যাত ডেনিম বিশেষজ্ঞ লুসিয়া রোজিন।

ডেনিমপ্রেমীদের জন্য এবারের প্রদর্শণীটি হবে ক্লাসিক স্বাদের ডেনিমের আয়োজন। ৬ষ্ঠ ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশ শো-এ পৃথিবীর দক্ষ, অভিজ্ঞ ডেনিম বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, ডেনিম পণ্যের বিস্তার ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

মালওয়া ইন্ডাস্ট্রি, আর্টিসটিক ডেনিম মিলস লিমিটেড, নন্দন ডেনিম লিমিটেড, ক্যানোরিয়া আফ্রিকা টেক্সটাইল , হা-মীম ডেনিম লিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড, ভিচুয়ানা, ভাস্কর ডেনিমসহ দেশি-বিদেশি মোট ২৮টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করেছে।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের