X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছোট্ট ঘরের নান্দনিকতায় ডিভান

সুরাইয়া নাজনীন
০৮ অক্টোবর ২০১৬, ২১:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২১:২১

ডিভান

 

বর্তমান কর্মব্যস্ততার নগরে মানুষের জীবনযাত্রার যেমন পরিবর্তন হয়েছে তেমনি পরিবর্তন হয়েছে গৃহসজ্জার উপকরণের। জায়গা স্বল্পতার কারণে সবার পছন্দ এখন বহুমুখী আসবাব। অর্থাৎ যে আসবাব দিয়ে কয়েকটি প্রয়োজন এক সঙ্গে মেটানো সম্ভব। এমন কিছু আসবাবের মধ্যে বর্তমানে সবচেয়ে অন্যতম ডিভান। এটা রুচিশীল আসবাবের মধ্যে পড়ে। ছোট্ট ঘরের নান্দনিকতা ফুটিয়ে তুলতে ডিভান অতুলনীয়।

প্রয়োজন বুঝে ডিভান প্রায় সব ঘরেই কম-বেশি ব্যবহার করা যায়। প্রয়োজনের সঙ্গে মানুষের শৌখিন সখ পূরণ করতে ডিভান উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তবে ঘরের কোন জায়গাটা ডিভানের জন্য উপযোগী সেটা হয়ত অনেকে বুঝে উঠতে পারেন না। এট এমন একটি আসবাব যেটা ড্রয়িং রুম, বেড রুম কিংবা গেস্ট রুমেও ব্যবহার করা যায় তবে ড্রয়িং রুমেই এটা বেশি মানানসই। কিন্তু ডিভান তৈরির আগে অবশ্যই ঘরের সাইজ মাথায় রাখতে হবে। ঘরের মাপ অনুযায়ী তৈরি করলে পরবর্তীতে সেট করতে সুবিধা হয়। এ আসবাবটি কিছুটা দেখতে সোফার মতো, কিন্তু খাট হিসেবেও এর জুড়ি নেই। তাই যখন যেটা প্রয়োজন তখন সে হিসেবে ডিভান ব্যবহার করা যায়। দেয়ালের রং, পর্দা, ঘরের অন্যান্য ফার্নিচারের সঙ্গে মিল রেখে ডিভান নির্বাচন করা ভালো। এতে ছোট-বড় বিভিন্ন আকৃতির কুশন ব্যবহার করা যায়। সাজানোর ক্ষেত্রে ডিভান যদি দেয়ালের পাশে হয় তবে দেয়াল চিত্রকর্ম, ডেকোরেটিভ আয়না বা ছবি দিয়ে সাজিয়ে তুলুন। ডিভানে বার্নিশ, লেকার বা ডুকো পেইন্ট করা যায়। ডিভানের কভার ও কুশন নির্বাচন করতে পারেন বিপরীতমুখী। অর্থাৎ কুশন খুব রঙিন হলে কভার একরঙা বা কভার রঙিন হলে কুশন একরঙা হবে। বাচ্চাদের ঘরের ডিভান কুশনের পাশাপাশি বিভিন্ন পুতুল দিয়ে সাজাতে পারেন।

অবশ্যই মনে রাখবেন, বারান্দার ডিভানে ওয়াটার প্রুফ বার্নিশ ব্যবহারের কথা। যদি বসার ঘরের সোফা কাঠের হয় তবে কাঠের ডিভান, বেতের সোফার সঙ্গে বেতের এবং রট আয়রনের সঙ্গে রট আয়রনের ডিভান তৈরি করুন। কর্নার থাকলে ডিভান রাখুন, সে ক্ষেত্রে কর্নারে স্পটলাইট বা হ্যাংগিং লাইট দিয়ে আলোকিত করুন। বসার ঘরটি বড় হলে এক পাশে ডিভান রাখতে পারেন। খেয়াল রাখবেন, ডিভানের উচ্চতা হবে সোফার হাইটের সমান। যদি বসার ঘরে ফ্লোরিংয়ের ব্যবস্থা থাকে তবে লো-হাইটের ডিভান ব্যবহার করুন। শোবার ঘরের জানালার পাশে ডিভান রাখতে পারেন। আর বাচ্চার পড়ার ঘরে অবশ্যই লো-হাইটের ডিভান ব্যবহার করবেন। বারান্দা যদি বড় হয় তবে কিছু গাছ দিয়ে বাগানের মতো করে সেখানে সাধারণ উচ্চতার ডিভান রাখতে পারেন। অনেকে গেস্টরুমে খাটের পরিবর্তে ডিভান ব্যবহার করে থাকেন। করিডোরে যদি জায়গা থাকে তবে কম উচ্চতায় ডিভান ব্যবহার করতে পারেন। ডিভান আপনি যে কোনও আসবাবের দোকানে পেতে পারেন। এ ছাড়া নিজের ইচ্ছামতো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন।

মিরপুরে অনেক শোরুম রয়েছে যেখানে এ ধরনের ডিভান পাওয়া যায় এবং তৈরি করার অর্ডার নেয়। এ ছাড়া বসুন্ধরা শপিং মলের বিপরীত দিকে আসবাবপত্রের কিছু দোকান রয়েছে। যেখানে এগুলো পাওয়া যায় এবং অর্ডার নেওয়া হয়। এসব ডিভানের দাম নির্ভর করে ম্যাটেরিয়ালের ওপর।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা