X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

শুরু হচ্ছে ডব্লিউপিপিবি’র ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১৫:২১আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৫:২৫
image

বাংলাদেশের ওয়েডিং ও পোর্ট্রেট ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে আজ ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক আয়োজন ডব্লিউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্স, কম্পিটিশন এবং এক্সপো ২০১৬। আজ বিকাল ৪টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক বাংলাদেশের সবচেয়ে বড় এ আয়োজন উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ উপলক্ষে ১৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন স্বনামধন্য আলোকচিত্রী যুক্তরাষ্ট্রের ডেভিড বেকস্টেড, পেপার ওয়ার্ল্ডের চেয়ারম্যান খোরশেদ আলম, ডব্লিউপিপিবি’র প্রেসিডেন্ট প্রীত রেজা ও সেক্রেটারী সজীব পাল।

সংবাদ সম্মেলনে আয়োজকরা

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত। প্রদর্শনীর থিমগুলোর মধ্যে এবার থাকছে ব্রাইড অ্যান্ড গ্রুম টুগেদার, ব্রাইড অ্যান্ড গ্রুম সিঙ্গেল, ডিটেইল, ক্রিয়েটিভ, মোমেন্ট,  প্রি-শুট, এনগেজমেন্ট, ফ্যাশন পোর্ট্রেটসহ আরও বেশকিছু থিম। সারাদেশ থেকে ৫৬৭ অংশগ্রহণকারীর কাছ থেকে ছয় হাজারেরও বেশি জমা পড়া আলোকচিত্রের মধ্য থেকে বাছাইকৃত ২০০টি ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী।  

আয়োজনের অংশ হিসেবে কৃষিবিদ ইন্সটিটিউশনের থ্রিডি থিয়েটার হলে আয়োজিত এক্সপোতে থাকবে ডিজিটাল শপ, সনি, ক্যামেরা জোন, এসএসক্যামেরাসহ বিভিন্ন দেশি-বিদেশি আলোকচিত্র অনুষঙ্গ প্রতিষ্ঠান।

ডব্লিউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্সে থাকবে প্ল্যাটফর্ম ক্লাস ও স্পিকারদের প্রেজেন্টেশন। এছাড়াও প্রতিদিন অতিথি বক্তারা  তাদের ফটোগ্রাফির অভিজ্ঞতা শেয়ার করবেন অংশগ্রহণকারীদের সঙ্গে। আন্তর্জাতিক ওয়েডিং আলোকচিত্র জগত থেকে থাকছেন মালায়শিয়ার আলোকচিত্রী জেফ ভুন, ভারতের অনুপ পাড়লকার, প্যাট্রিক লো, পাকিস্তানের ইরফান আহসনসহ আরও অনেকে। বাংলাদেশে ফটোগ্রাফি জগতের পরিচিত নাম হাসান চন্দন, চঞ্চল মাহমুদ, প্রীত রেজা, তানভীর মুরাদ তপু, সুদীপ্ত সালাম, সজীব পাল, শামীম শরিফ সুষম, ডেভিড বারিকদার, জিয়াউদ্দিনসহ প্রায় ৪০ জন প্রবীণ ও তরুণ আলোকচিত্রী স্পিকার হিসেবে থাকবেন কনফারেন্সে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত কনফারেন্স ও মাস্টার ক্লাস হবে কৃষিবিদ ইন্সটিটিউশনের থ্রিডি থিয়েটার হলে, এক্সপো চলবে হল ১ থেকে ৪-এ এবং প্রদর্শনী হবে চতুর্থ তলার লবিতে।

ডব্লিউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্স, কম্পিটিশন এবং এক্সপো ২০১৬-এর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে পেপার ওয়ার্ল্ড। সহযোগিতায় থাকছে ম্যানফ্রোটো, পেন্ট্যাক্স, ফুজিফিল্ম।  মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আইস টুডে ও রেডিও ফুর্তি।

 

/এনএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই