X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নভেম্বরে শুরু হচ্ছে ‘লেটস মুভ বাংলাদেশ’ চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১৯:২৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:২৮

টনিক সুস্থ ও সুখী জীবনযাপনে সহায়তার লক্ষ্যে অনলাইনে পরামর্শ দিতে আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টনিক ‘লেটস মুভ বাংলাদেশ’ শীর্ষক শারীরিক অনুশীলনের চ্যালেঞ্জ! টেলিনর হেলথ ও নিয়েলসন বাংলাদেশ নামের দুটি প্রতিষ্ঠান এর আয়োজন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টনিকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হবে।

এ বিষয়ে টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান বলেন, ‘বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড সমূহের সঙ্গে কাজ করে এবং ‘লেটস মুভ বাংলাদেশ!’ চ্যালেঞ্জের মাধ্যমে এদেশের মানুষের সুস্থ ও সক্রিয় জীবনযাপনে সহায়তা করতে পেরে আমরা রোমাঞ্চিত। সুস্থ জীবনযাপনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে এবং অভ্যাস পরিবর্তনে বাংলাদেশিদের ক্ষমতায়ন করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘সুস্থ জীবনে অঙ্গীকার গ্রহণের মাধ্যমে বাংলাদেশের যেকোনও প্রান্তে যে কেউ ‘লেটস মুভ বাংলাদেশ!’- এর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। সমাজের জন্য কিছু করার পাশাপাশি এ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়ে ব্যক্তিগত অর্জনকে সবার মাঝে ছড়িয়ে দেবেন।’

এক্ষেত্রে নভেম্বর মাসজুড়েই নানা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। এ প্রচারণা থেকে সর্বোচ্চ সুবিধা পেতে নির্দিষ্ট উদ্দেশ্যে নভেম্বরের প্রতি সপ্তাহে নির্দিষ্ট প্রতিপাদ্যের ওপরে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে।

সম্প্রতি টেলিনর হেলথ ও নিয়েলসন বাংলাদেশের পরিচালিত একটি স্বাস্থ্য জরিপের ফলাফলের তথ্যমতে, শারীরিক অনুশীলন নিয়ে বাংলাদেশিদের মধ্যে জ্ঞানের স্বল্পতা রয়েছে। জীবনযাত্রার পরিবর্তনে জ্ঞানের স্বল্পতা শারীরিক অনুশীলন শুরু করার ব্যাপারে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এর মানে দাঁড়ায় বাংলাদেশিদের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর ইচ্ছা রয়েছে কিন্তু কিভাবে এটা করবে এ নিয়ে তাদের কাছে কোনও নির্দেশনা নেই। এজন্যই টনিক চাচ্ছে সুস্থ থাকার পথ ও নির্দেশনা খুঁজে পেতে সবাইকে সহায়তা করার মাধ্যমে এ দূরত্ব ঘোচাতে।

টনিক সদস্যরা ঢাকা রিজেন্সি হোটেলে জিমের ওপর পাবেন ২৫ শতাংশ, অ্যাপোলো হাসপাতালে হৃদরোগে চেক-আপে ৩৩ শতাংশ, সেলফোনিতে বিশেষ দামে এমআই ব্যান্ড ২, সাইকেল হাবে ৫০ শতাংশ, ঢাকা সিটি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে প্রতি সপ্তাহে একবার বিনামূল্যে স্ক্যানিং সুবিধা, সাইকেল জাংশনে ১০ শতাংশ ও মেরামতের ওপর ৫০ শতাংশ ছাড়, স্পোর্টস ওয়ার্ল্ডের ৫টি আউটলেটে নির্দিষ্ট পণ্যে ৫০ শতাংশ ছাড় এবং মাল্টি স্পোর্টসে ২৫ শতাংশ ছাড় পাবেন।

এছাড়াও নভেম্বর মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার ঢাকা পেইন রিহ্যাবিলিটেশন সেন্টারে টনিক সদস্যরা বিনামূল্যে নিতে পারবেন পরামর্শ সেবা। ৫০ শতাংশ ছাড় পাবেন সকল প্যাথলজি টেস্টে, ৪০ শতাংশ ছাড় পাবেন ইনডোর রোগীরা এবং ৪০ শতাংশ ছাড় পাবেন আউটডোর ফিজিওথেরাপি সেশনে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা