behind the news
Vision  ad on bangla Tribune

আজ পৌষ সংক্রান্তি

লাইফস্টাইল ডেস্ক১৬:১৫, জানুয়ারি ১৪, ২০১৭

সাকরাইন, ছবি- ফারুখ আহমেদপৌষ সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিনে আয়োজন করা হয় এই উৎসবের।  পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়। গ্রাম বাংলায় এই উৎসবে বাড়িতে বাড়িতে পিঠার আয়োজন করা হয়। আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। কোথাও কোথায় এই সংক্রান্তিতে মেলাও হয়।

এছাড়া পৌষ সংক্রান্তির অন্যতম আকর্ষণ হলো সাকরাইন বা ঘুড়ি উৎসব। রাজধানীর পুরান ঢাকায় এই উৎসব মহাসমারোহে পালিত হয়। চলে আতশবাজি ও ফানুসের ওড়াউড়ি। সকাল থেকেই চলছে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা। রাতে আতশবাজি কিংবা ফানুস দেখতে চাইলে মিস করবেন না, এখনই চলে যান পুরান ঢাকার কোনও বাড়ির ছাদে। পরিচিত- অপরিচিত যেই হন না কেনও, আপ্যায়নের ত্রুটি নেই এই উৎসবে।

/এফএএন/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ