X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

টাটকা বাজারের জন্য ৩০০ ফিটে

হাসনাত নাঈম
২২ জানুয়ারি ২০১৭, ১৬:১০আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:২২

বাজারে প্রবেশ মুখ ব্যস্ত শহরের এই ব্যস্ততম যান্ত্রিক পরিবেশ থেকে সবাই মুক্তি পেতে চায়। শান্তির উদ্দেশ্যে কেউ যায় দূর থেকে বহু দূরে। কেউ শান্তি খুজেঁ শহরের নিকটবর্তী কোথাও। দিন শেষে আবার ফিরতে হয় চিরচেনা এই যান্ত্রিক শহরেই।

নির্মল প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পছন্দ করে সবাই। যদি সাথে থাকে প্রিয়জন, তবে সময়টা কাটে আরো মধুর। বর্তমান সময়ে এমনই নির্মল প্রাকৃতিক পরিবেশে চমৎকার আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে ৩০০ ফিট বাজার। যেখানে শুধু আড্ডা নয়, ফেরার পথে বাসার গুরুত্বপূর্ণ বাজারের কাজটিও সারতে পারবেন অনায়াসে।

সবজি বাজার

রাজধানীর কুড়িল চৌরাস্তা থেকে মাত্র ছ’কিলোমিটারের পথ।  কুড়িল চৌরাস্তা থেকে কাঞ্চন ব্রিজের দিকে এগিয়ে বালু ব্রিজের পাশে ৩০০ ফিট বাজার। এখানে আছে একটি চমৎকার বাজার। বাজারের চারপাশ জুড়ে রয়েছে বেশ কয়েকটি খাবার হোটেল। দূর-দূরান্ত থেকে আগতরা যেমন এখানে বিশ্রাম নিতে গাড়ি থামায়, তেমনি বন্ধের দিনগুলোতে বিনোদন কেন্দ্র হয়ে ওঠে নগরবাসীর। থাকে সারি সারি গাড়ির লাইন।

মাছ বাজার

বাজারটি মূলত গড়ে উঠেছে স্থানীয়দের প্রচেষ্টায়। বাজারের সকল পণ্যের উৎস প্রায় তাদের নিজেদের উৎপাদিত ক্ষেত থেকে। কিছু পণ্য প্রয়োজন বসত আমদানী করতে হয় বাইরের বাজারগুলো থেকে। কাঁচাবাজারের সকল পণ্যই প্রায় টাটকা পাবেন। দেখলেই মনে হবে এই বুঝি ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। সত্যিই তাই। এখানে সকল পণ্যের দাম নগরীরর বাজার গুলোর তুলনায় অনেক কম।

নিজস্ব বাগানের সবজি

 বাজারে পাবেন টাটকা শাক-সবজি।রয়েছে বেশ কয়েকটি ফলের দোকানও। মাছের বাজারে পাবেন, সামুদ্রিক মাছ, রুই-কাতলের মত বড় তাজা মাছ ও অন্যান্য মাছ। আছে খাসি ও গরুর মাংস। দেশি মুরগীও পাবেন এখানে সরাসরি গৃহস্থের হাত থেকে। পাবেন দেশি মুরগির ডিম ও হাসেঁর ডিমও।

পেঁয়াজ, আলু, আদা সবই পাওয়া যাবে এখানে

বাজারে রয়েছে বেশ কয়েকটি মিষ্টির দোকান। এখানে পাবেন বালিশ মিষ্টি, কালোজাম, রসগোল্লা, আমিত্তি, জিলাপি সহ বেশ কয়েক পদের মিষ্টি। এখানে পাবেন ধোঁয়া উঠা গরম মিষ্টির স্বাদ। বাজারে আরো পাবেন, বিভিন্ন পদের গজা, নিমকি, মুড়ি ও চিড়ার মোয়া। বাজারে এক কোনায় আছে রকমারি আচারের দোকান। ভিন্ন স্বাদের ও বিভিন্ন ফলের আচারের দোকানও পাবেন এখানে।

প্রতিদিন সকালেই ভিড় জমায় লোকেরা

তো আর দেরি কেন? সময় করে প্রিয়জনের হাতটি ধরে আপনিও বেরিয়ে পড়ুন ৩০০ ফিট বাজারের উদ্দেশ্যে। ঘুরে আসুন অসাধারণ এক গ্রামীণ পরিবেশ থেকে।

গোশতের দোকান

দেশি ফলের সমাহার

গরম গরম মিষ্টি

ঘরে পালা হাস-মুরগী

কুমড়ো ফুল কিনছেন ক্রেতা

 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার