X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুত হচ্ছে প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ

সাদ্দিফ অভি
০৩ মার্চ ২০১৭, ১৮:২৯আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৮:৪৩
image

ঢাকায় যে পরিমাণ খেলার মাঠ রয়েছে তা জনসংখ্যার তুলনায় নিতান্তই অপ্রতুল। কিন্তু সাধারণ মানুষের জন্য খেলার মাঠ স্বল্প থাকলেও একটিও নেই প্রতিবন্ধীদের জন্য। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ৩৪ নং ধারায় সরকারি ও বেসরকারি সকল ধরনের স্থাপনায় প্রবেশগম্যতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
দেশে বর্তমানে প্রায় ১৫ শতাংশ মানুষ প্রতিবন্ধী ব্যক্তি। তাদের জন্য নগরীতে বিনোদন এবং শরীরচর্চার সুযোগ নেই বললেই চলে। সকলের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রণয়ন করা হয়েছে। এসডিজি’র ১১.৭ নং লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে সকলের জন্য সার্বজনীন নিরাপদ ব্যবহার, সকল স্থানে প্রবেশযোগ্য সবুজ উন্মুক্ত স্থান বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে।

প্রস্তুত হচ্ছে প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ
এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে একটি উন্মুক্ত খেলার মাঠ নির্মাণ করা হবে বলে অঙ্গীকার করেন। জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে এই মাঠ নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মিরপুর সড়কের পাশে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে (আসাদগেট সংলগ্ন) লাগানো হয়েছে একটি সাইনবোর্ড। কালো সাইনবোর্ডে সাদা রংয়ে বড় করে লেখা, ‘শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্মুক্ত খেলার মাঠ।’

প্রস্তুত হচ্ছে প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ
প্রায় ৫ একর জায়গাতে এই মাঠের কাজ বাস্তবায়ন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। কিছুদিন আগে পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম কোণায় জঙ্গল ও আগাছার স্তুপ থাকলেও বর্তমানে তা পরিষ্কার করা হচ্ছে মাঠ তৈরির জন্য। মাঠটি ব্যবহার সম্পর্কে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি তবে এই মাঠে কোন স্থাপনা করা হবে না বলে জানা গেছে। প্রতিবন্ধীদের সাথে তাদের অভিভাবকরাও খেলাধুলা করতে পারবেন।

প্রস্তুত হচ্ছে প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ

 মানববন্ধন
আলাদা মাঠ হওয়া উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য গত ১৮ জানুয়ারি সংসদ ভবনের পশ্চিম পাশের রাস্তায় মানববন্ধন করেন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন। ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে হিউম্যান রাইটস ডিজ্যাবেলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সুর ও সংগীত চক্র, দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, ডিজ্যাবেলিটি ওয়েলফেয়ার সোসাইটি, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন অংশ নেয়। সংগঠনগুলোর দাবি প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক বিকাশে এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী মে মাসের মধ্যেই এই মাঠ খুলে দেওয়ার কথা রয়েছে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী