Vision  ad on bangla Tribune

পাঁচতারকা হোটেলে ফরাসি খাদ্য উৎসব

লাইফস্টাইল ডেস্ক১১:৫০, মার্চ ২০, ২০১৭

আগামী ২১ মার্চ দ্বিতীয়বারের মতো ফরাসি খাদ্য উৎসব ‘গুড ডি ফ্রান্স’ তথা গুড ফ্রান্স যৌথভাবে উদযাপন করবে লা মেরিডিয়ান ঢাকা এবং বাংলাদেশের ফ্রান্স দূতাবাস। এ উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে বিশেষ ফরাসি খাবার পরিবেশন করা হবে অতিথিদের জন্য। বিশেষ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অ্যাবার্টে।

পাঁচতারকা হোটেলে ফরাসি খাদ্য উৎসব
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে উদযাপন এবং শেষ হবে রাত ১১টা ৩০ মিনিটে। ফরাসি ঐতিহ্যবাহী খাবার তৈরি করবেন মাস্টার শেফ অলিভার লুরেক্স এবং তার দল ‘শেফ অব দ্য ওয়ার্ল্ড।’ এতে ব্যবহার করা হবে স্থানীয় উপকরণ।
ফরাসি খাবার এবং এর উদ্ভাবনী ক্ষমতাকে সম্মান জানানোর পাশাপাশি বন্ধুত্ব ও স্বাস্থ্যসম্মত উপায়ে এই দিবস উদযাপন করাই এই দিনের লক্ষ্য।

/এনএ/ 

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ