X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
আগারগাঁওয়ের নতুন ভবন উদ্বোধন আগামী ১৬ এপ্রিল

ইতিহাস জানতে মুক্তিযুদ্ধ জাদুঘরে

সাদ্দিফ অভি
২৬ মার্চ ২০১৭, ১৮:৩৭আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৮:৪০

ইতিহাস জানতে মুক্তিযুদ্ধ জাদুঘরে বহুল প্রতিক্ষিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন উদ্বোধন হচ্ছে আগামী ১৬ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক এই জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম কো-অরডিনেটর রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মৌখিক সম্মতি পেয়েছি আমরা, চিঠিও তৈরি আছে আশা করছি সোমবারের ভেতর পেয়ে যাবো আমরা। নতুন ভবন উদ্বোধনের আগ পর্যন্ত গ্যালারী সেগুনবাগিচায় জনসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। ১৬ তারিখ থেকে আমরা নতুন ভবনে চলে যাবো।” বর্তমানে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে চলছে বলেও জানান তিনি।

২০০৮ সালে রাজধানীর আগারগাঁওয়ে স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে ০.৮২ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়। ২০০৯ সালে আন্তর্জাতিক জুরিবোর্ডের মাধ্যমে স্থাপত্য নকশা চূড়ান্ত করা হয়। ৭০টি নকশার মধ্যেস্থপতি দম্পতি তানজিম ও ফারজানার স্থাপত্যকর্মটি চূড়ান্ত হয়। ২০১১ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালে জাদুঘরের ভবন নির্মাণের কাজ শুরু হয়। নিচে তিনটি বেজমেন্ট সহ নয় তলা বিল্ডিং এর মোট জায়গা প্রায় ২লক্ষ বর্গফুট। ছয়টি গ্যালারী নিয়ে কার্যালয়, পাঠাগার, আর্কাইভ, স্টোর, অডিটোরিয়াম, উন্মুক্তমঞ্চ, ক্যান্টিন, গিফট শপ রয়েছে নতুন ভবনে। সম্পূর্ণ অনুদানে নির্মিত হচ্ছে নতুন ভবন। যে কেউ চাইলেই এর অংশীদার হতে পারে।

দীর্ঘ নয় মাস যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। এর মাঝে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়গুলো সংরক্ষণের জন্য জনগণের উদ্যোগে ১৯৯৬ সালের ২২ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় একটি দোতলা বিল্ডিং এ প্রতিষ্ঠা করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রতিষ্ঠাকালীন সময়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি এই জাদুঘর কাজ করেছে ইতিহাস সর্বস্তরে পৌঁছানোর। ২০০১ সালে দু’টি ভ্রাম্যমান বাসে করে দেশের বিভিন্ন স্কুল এবং কলেজে প্রদর্শনী করা হত। এখন পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় ৯ লাখের উপর শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ব্যাক্তি কিংবা পরিবারের সাক্ষাৎকারের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে যুদ্ধের ঘটনাবলি।মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল, ঘটনা, ব্যবহৃত দ্রব্য ও অস্ত্রসামগ্রী, অত্যাচারের নিদর্শন। পাকিস্তানি হানাদার বাহিনীর অমানবিক হত্যার নিদর্শনসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিসংরক্ষিত থাকবে জাদুঘরে।

রবিবার বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে সেগুনবাগিচার জাদুঘর।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান