X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নববর্ষের যত আয়োজন

লিনা দিলরুবা শারমিন
১৩ এপ্রিল ২০১৭, ১৩:২২আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৩:৪৭

নববর্ষের যত আয়োজন পয়লা বৈশাখে উৎসবের যে আনন্দ সেটা বাঙালির একেবারেই চিরন্তন। এই পয়লা বৈশাখ ঘিরে কত রকমের অনুষ্ঠান আর ভাবনা। পয়লা বৈশাখ মানেই পান্তাভাত খাওয়া, মেলায় ঘোরা, বৈশাখের নানা আয়োজনে অংশগ্রহণ! বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য আমরা দিয়ে দিচ্ছি কালকের যত আয়োজনের খবর। পাঠক ঠিক করে নিন কোথায় ঘুরতে যাবেন।

ঢাকা:

রমনার বটমূলে প্রতিবারের মতো এবারও সঙ্গীত আয়োজনের প্রস্তুতিতে মুখরিত আছে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন। একদম ভোর থেকেই শুরু হয় তাদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ছয়টার পর থেকেই শুরু হয় মূল অনুষ্ঠান। সেখানে ছায়ানট চারুকলা অনুষদে।

পয়লা বৈশাখে রাজধানীর সব থেকে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তারা বের করেন মঙ্গল শোভাযাত্রা। প্রতিবার চারুকলার শিক্ষার্থীরা তাদের তুলির আঁচড়ে রাঙিয়ে তোলে চারুকলাকে। তৈরি করে মুখোশ, প্ল্যাকার্ড, ফেস্টুন, আর ভাস্কর্য।

এ ছাড়া রাজধানীর কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, বিলাসবহুল হোটেলে আয়োজন করা হচ্ছে বৈশাখী কনসার্ট। আর ঢাকার একদম আশে পাশে যেমন নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজিপুর ইত্যাদির প্রায় প্রতিটি জায়গাতেই কয়েকটি গ্রাম মিলে আয়োজন করে মেলার। পয়লা বৈশাখের সেই গ্রামীণ মেলা থেকে আপনি নিতে পারেন সেই বাউল গান, আর মুড়ি মুড়কির স্বাদ।

চট্টগ্রাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চট্টগ্রাম চারুকলা কলেজের উদ্যোগে পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রার আয়োজন রয়েছে। একই সঙ্গে বর্ষবরণের বিশেষ আয়োজন থাকছে ডিসি হিল চত্ত্বরে। সকালে রাগ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের এই আয়োজন। এছাড়াও নগরীর সিআরবি পাহাড়ে থাকছে বর্ষবরণের আরেকটি আয়োজন। দুটো আয়োজনই চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয়। দুই আয়োজনেই থাকছে বৈশাখী মেলা। এছাড়া নগরীর লালদিঘীর মাঠে রয়েছে বিশেষ মেলা।  এই মেলাতেই শুরু হবে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।    

খুলনা:

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস ও খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নগরীর বিভিন্ন স্থান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ হবে ঘুড়ি উৎসব। বৈশাখের সকালে ক্যাম্পাসে মেলার আয়োজন রয়েছে।  
এ ছাড়া নগরীর শহীদ হাদিস পার্কে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র,শান্তিধাম মোড়ের জাতিসংঘ পার্কে আব্বাস উদ্দিন একডেমিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হবে প্রতিবারের মতো।
এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বানর খেলা, লাঠিখেলা, ম্যাজিক শো, নাগরদোলা ইত্যাদির আয়োজনও রয়েছে।
সিলেট:

সিলেটে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তাতে থাকছে বৈশাখের গান, লোকসংগীত, কাঠিনৃত্য, ঝুমুরনৃত্য, লোকনৃত্য, লাঠি খেলা, একক ও সম্মেলক সংগীত, বৃন্দ আবৃত্তি, জারিগান, ধামাইল, মণিপুরীনৃত্য, আবৃত্তি, বাউলগান এবং চিত্রাংকন প্রতিযোগিতা।

এ ছাড়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ বর্ষবরণ উৎসব আয়োজন করবে প্রতিবারের মতো।

এ ছাড়া সিলেটের নানা সংগঠনের আয়োজনে থাকে মঙ্গল শোভাযাত্রা,স্বরচিত কবিতা পাঠের আসর, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠানবাউল মেলা , রাধা রমনের গান, একক ও সম্মেলক কণ্ঠে সংগীত, আবৃত্তি, নৃত্যসহ নানান অনুষ্ঠান।

রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছর থাকে র‍্যালি, মঙ্গল শোভাযাত্রা আর নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনা। এ ছাড়া সেদিন যেহেতু ব্যবসায়ীরা “হালখাতা” উদযাপন করেন তাই সেদিন প্রায় প্রতিটি ব্যবসায়ী পরিবারও নিজেদের মতো করে বৈশাখের আলাদা এক ধরনের আনন্দে মেতে ওঠেন।

বরিশাল:

প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলা নববর্ষ-১৪২৪ বরণ উপলক্ষে নগরীর ব্রজমোহন বিদ্যালয় মাঠে ব্যাপক কর্মসূচি রেখেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ। তারা সকাল সাড়ে ছয়টায় প্রভাতী অনুষ্ঠান করবে। প্রভাতী অনুষ্ঠানের পরপরই থাকে রাখি বন্ধন, ঢাক উৎসব ও ৮টায় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গল শোভাযাত্রা ব্রজমোহন বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নগর প্রদক্ষিন শেষে আবার ব্রজমোহন বিদ্যালয় মাঠেই শেষ হয়। বছরের পর বছর ধরে সে ধারাই চলে এসেছে। এ ছাড়া সকালে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

নোয়াখালী:

নোয়াখালীতেও মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাধারণত এটি সম্পূর্ণ ক্যাম্পাস জুরে ঘুরে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈশাখী মেলার উদ্বোধন করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক