X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
৩ পেরিয়ে বাংলা ট্রিবিউন

জীবনযাপন সহজ করার দায়িত্বে!

নওরিন আক্তার
১৩ মে ২০১৭, ১৭:০০আপডেট : ১৩ মে ২০১৭, ১৭:০০
image

সাংবাদিকতা নিয়ে পড়াশোনার সময় একটা ব্যাপার জেনেছিলাম। কেউ কেউ সাংবাদিকতায় পড়ছেন বলে সাংবাদিক হতে চান, আর কেউ সাংবাদিক হতে চান বলেই পড়েন! আমি ছিলাম দ্বিতীয় দলে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই শয়নে-স্বপনে কেবল সংবাদ সংগ্রহ ঘুরপাক খেত। পড়াশোনার পাশাপাশি তাই শুরু করেছিলাম কাজ। সেটা ২০১০ সাল। কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে হার্ড নিউজ বা মূল সংবাদ সংগ্রহ করার সুযোগটা ছিলই না বলতে গেলে। তাই সফট নিউজ তথা ফিচারে ঝুঁকলাম। লাইফস্টাইল নিয়ে কাজ শুরু তখনই। শুরু হলো দৌড়াদৌড়ি। পুরান ঢাকার ছোট্ট গলির চুড়ি তৈরির কারখানা থেকে শুরু করে র‌্যাডিসন হোটেলের জমকালো ফ্যাশন শো- সবখানেই খাতা-কলম নিয়ে ছুটতে ছুটতে কখন যেন শেষ হয়ে গেল পড়াশোনাটাও।

নওরিন আক্তার

বাংলা ট্রিবিউনে আমার কাজের শুরু তারও বেশ কিছুদিন পর। তখন জীবন দুর্বিষহ পড়াশোনার আরেক ধাপ মাস্টার্স নিয়ে। নিউজপেপার ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সে সময় একদম হুট করেই জয়েন করে ফেললাম বাংলা ট্রিবিউনে। অনলাইন নিউজ পোর্টাল বিষয়ে তেমন কিছু বুঝি না তখন, যা দেখি সবই নতুন লাগে। নিউজ আপ করাটাকে জগতের কঠিনতম কাজ বলে মনে হয়।
কাজ করতে করতেই অনলাইনে লাইফস্টাইলের পাঠক কারা এবং তারা আসলে কোন নিউজগুলো চান, সেগুলো বুঝতে শুরু করলাম। অনলাইনে কাজ করার সুযোগ ও সুবিধার বিষয়টি বুঝে বেশ ভালো লাগলো। এমনিতে জীবনযাপন নিয়ে মানুষ এখন বেশ সচেতন। ফলে কাজের প্রচুর সুযোগ রয়েছে। আর অনলাইনে সাংবাদিকতার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে সংবাদ নিয়ে খুব দ্রুত  পৌঁছানো যায় মানুষের কাছে।

সুযোগ পেলেই বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়তে পছন্দ করেন প্রকৃতিপ্রেমীরা। ফলে ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা, সেখানে থাকা-খাওয়ার সুযোগ-সুবিধা সম্পর্কে আগ্রহী এখন অনেকেই। নতুন একটি জায়গার কথা জেনে চটজলদি সেখানে যাওয়ার পরিকল্পনা করে ফেলছেন ভ্রমণপিপাসুরা। ব্যতিক্রমী স্বাদের খাবারের খোঁজে যারা চষে বেড়ান পুরো শহর, তারা চান মজার মজার খাবারের খোঁজখবর। সকালে যে খাবারটির কথা জানা গেল, বিকেলেই  সেখানে ঢুঁ মারা চাই! বারো মাসে তেরো পার্বণের পোশাক ও ফ্যাশন তো রয়েছেই আগ্রহের তালিকায়। কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করা যায়, সেটা নিয়ে এখন সচেতন কমবেশি সবাই। নিজস্ব সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা ঐতিহ্যবাহী পোশাক সম্পর্কে যেমন মানুষ উৎসাহী,  তেমনি একজন আন্তর্জাতিক মডেল ও অভিনেত্রী কেমন পোশাক পছন্দ করছেন তারা জানতে চান সেটাও। মানুষের এইসব ছোট-বড় আগ্রহের  খোঁজখবর দিতে ক্লান্তি লাগেনি আমার কখনোই।   
তবে দ্রুত সংবাদ প্রদানের তাড়াহুড়ায় সাবলীল সংবাদ পরিবেশিত হচ্ছে কিনা- সেটা যাচাই করাও সাংবাদিকের দায়িত্বশীলতার ওপরই নির্ভর করে। পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যেমন অনেক সময় ও সাধনার বিষয়, তেমনি সেটা ধরে রাখার জন্যও সর্বক্ষণ থাকা চাই সচেতন ও দায়িত্বশীল।

লেখক: সাব এডিটর, লাইফস্টাইল বিভাগ

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ