X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আইইএলটিএস স্পিকিং টেস্ট নিয়ে ভাবনা?

নাহিয়ান বিন আসাদুল্লাহ
২১ জুলাই ২০১৭, ১৭:১২আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৭:১৩

আইইএলটিএস স্পিকিং টেস্ট নিয়ে ভাবনা? অনেকের মধ্যেই একটা ধারনা থাকে যে ইংরেজিতে ভালো করতে হলে আইইএলটিএস করতে হবে। কথাটা আসলে সম্পূর্ণ উলটো। আইইএলটিএসে ভালো করতে হলে ইংরেজিতে ভালো হতে হবে। সবার কাছে পরিচিত এই ইংরেজি পরীক্ষার প্রধানত দুটো মডিউল বা ভাগ রয়েছে। একটি অ্যাকাডেমিক বা প্রাতিষ্ঠানিক, অন্যটি জেনারেল বা সাধারণ।   উচ্চশিক্ষার্থে ইউরোপ বা আমেরিকা গেলে এই প্রাতিষ্ঠানিক আইইএলটিএস পরীক্ষায় উৎরে যেতে হয়। অন্যদিকে ইমিগ্রেশন বা অন্য কাজে ইউরোপ-আমেরিকা গেলে সাধারণ আইইএলটিএস উৎরে যেতে হয়।

এই পরীক্ষায় ভাষা প্রয়োগের জন্য প্রয়োজনীয় চার বিভাগে দক্ষতা প্রমাণ করতে হয়।  এই চারটি হচ্ছে স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং।

 বাংলাদেশিরা এমনিতে লিখতে-পড়তে ভালো হলেও ইংরেজি বলতে বেশ আড়ষ্ট। তাই এই স্পিকিং পরীক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে।  শুরুতেই জেনে নেওয়া দরকার স্পিকিং টেস্টে কয়টি অংশ থাকে এবং সেখানে পরীক্ষার্থীকে কী করতে হয়।

এই টেস্টটি সাজানো হয় তিনটি অংশে।

ক) প্রথমেই নিজের সম্পর্কে কথা বলতে হবে এবং নিজের পরিচয় দিতে হবে।

খ) তারপর একটি বিশেষ বিষয়ের ওপর নির্ধারিত সময়ের ভেতর কথা বলতে হবে।

গ) দ্বিতীয় অংশে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করতে হবে।  

এই স্পিকিং টেস্টে ভালো করার কয়েকটি সহজ সমাধান-

১) প্রচুর অনুশীলন করতে হবে।

২) কেমব্রিজ আইইএলটিএসের বইগুলো থেকে স্পিকিং টেস্টের টপিকগুলো থেকে নিজেকে ঝালিয়ে নেওয়াটা বেশ কাজে দেবে।

৩)  নিজেকে কিভাবে পরিচয় করাতে হয় সেটা শিখতে হবে।

৪) নিজে নিজে আয়নার সামনে অনুশীলন করা অথবা কারও সামনেও অনুশীলন করা যেতে পারে।

দ্বিতীয় অংশ নিয়ে অনেকে ঘাবড়ে যায়, তবে এতে বিচলিত হবার কিছু নেই। নিজে থেকে একটা মেন্টাল নোট করে নিয়ে কথা বলাটা বেশ উপকারী।

১) আপনার কথাগুলো যেন এলোমেলো বা খাপছাড়া না হয় সে ব্যাপারে বিশেষ করে খেয়াল রাখতে হবে।

২)  যদি মনে করেন যে টপিকে প্রশ্ন করা হয়েছে সে সম্পর্কে আপনার ভালো ধারণা নেই তাহলে আপনি সেটা নিয়ে নিজের মনে যা আসে সেটাকেই সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবেন।

৩) এই অংশে আপনি কি বললেন সেটা ব্যাপার নয় কিন্তু আপনি ঘাবড়ে না গিয়ে কথা চালিয়ে যেতে পারলেন কিনা সেটাই বিবেচ্য বিষয়।

৪)  আপনি যদি ভালোয় ভালোয় প্রথম দুটো সেকশন শেষ করতে পারেন তাহলে আপনার শেষ সেকশনে কোনও সমস্যা হবার কথা নয় কারণ আপনি একই টপিকে কথা বলবেন কিন্তু একটু দীর্ঘ সময় ধরে।

আপনি যদি স্পিকিং টেসটে কেমন করবেন কোনও মক টেস্ট না দিয়ে জানতে চান তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে আপনার জন্য। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, যেখানে ভালো স্কোরকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা রয়েছে। সেগুলো দেখলে আপনার অভিজ্ঞতা হতে পারে।  তারপর মক টেস্ট অনুসরণ করতে পারেন। নিজে নিজে অনুশীলন করার ওপর আর কিছুই নেই।

ইউটিউবে প্রশ্নগুলো প্লে হবার পর সেটি থামিয়ে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপর নিজে নিজে চেষ্টা করো  সবগুলো সেকশন শেষ হবার পর পরীক্ষার্থী কিভাবে উত্তর দিয়েছেন সেটা দেখুন। এখন চিন্তা করুন তার লেভেল আর আপনার লেভেলের মধ্যে পার্থক্য কতটুকু। যদি আপনি বুঝতে পারেন যে আপনি তার থেকে ভালো করেছেন তাহলে আপনি হয়তো তার থেকে ভালো স্কোর করবেন পরীক্ষা সিচুয়েশানে।

তবে অবশ্য দক্ষ কারও সহযোগিতার সুযোগ পেলে স্পিকিং কোর্সে অনায়াসেই ভালো করতে পারবে।

/এফএএন/                     

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি