X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শুরু হলো ৭ম ওরিয়েন্টাল চিত্রকলা প্রদর্শনী

মোহাম্মদ মারুফ
০৯ অক্টোবর ২০১৭, ২৩:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৫১

শুরু হলো ৭ম ওরিয়েন্টাল চিত্রকলা প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘৭ম ওরিয়েন্টাল পেইন্টিং এক্সিবিশন’। সোমবার বিকেলে জয়নুল গ্যালারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রাচ্যধারার চিত্রকর্মের এই প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারত থেকে ৫০ জনের অধিক শিল্পী অংশ নিচ্ছেন। এর মধ্যে দেবীপ্রসাদ রায় চৌধুরী, বিনোদবিহারী মুখোপাধ্যায়সহ ২৬ জন সমসাময়িক প্রাচ্যরীতির শিল্পী রয়েছেন। বাংলাদেশ থেকে রয়েছেন শওকাতুজ্জামানসহ ২৫ জন প্রতিশ্রুতিশীল শিল্পী। ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডিস গ্রুপ আয়োজিত ছয় দিনব্যাপি এই প্রদর্শনী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। শুরু হলো ৭ম ওরিয়েন্টাল চিত্রকলা প্রদর্শনী

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী, কবি নির্মলেন্দু গুণ, ভাস্কর ফেরদৌসি প্রিয়দর্শিনী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, এবং ভারতীয় শিল্পী স্বপন দাস। এছাড়াও ভারতের অংশগ্রহণকারী ১২ শিল্পীসহ বাংলাদেশর শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডিস গ্রুপের কিউরেটর ড. মলয় বালা। তিনি জানান, প্রদর্শিত শিল্পকর্মগুলিতে প্রাচ্যচিত্রকলার সমৃদ্ধ ধারা ও ঐতিহ্যের অনুরণন পাওয়া যায়। প্রদর্শনীতে জলরঙের ওয়াশ পদ্ধতিসহ মিনিয়েচার, সিল্ক পেইন্টিং, টেম্পারা পেইন্টিং এর চিত্রকর্ম রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, দুই বাংলার  শিল্পীদের এই মেলবন্ধন দুটি দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

নিজের বক্তব্যে রফিকুন নবী তার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন। কবি নির্মলেন্দু গুণ নিজের ছবি আঁকার প্রসঙ্গ টেনে আগামীতে আরও ছবি আঁকার প্রত্যাশা ব্যক্ত করেন। ফেরদৌসি প্রিয়দর্শিনী বলেন, এই ধরনের আয়োজন তাকে আরও প্রাণবন্ত করে। এই আয়োজন যোজন যোজন দূর হাঁটবে বলে কামনা করেন তিনি। শুরু হলো ৭ম ওরিয়েন্টাল চিত্রকলা প্রদর্শনী

প্রদর্শনীতে ৫১ জন শিল্পীর মোট ৮০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনীতে স্পন্সর হিসেবে রয়েছে বাংলাদেশের গ্রন্থ কুটির, হামিদ ফেব্রিক্স লিমিটেড, ইউডেকো লিমিটেড, সিটিজেন গ্রুপ ও পুথি নিলয় এবং ভারতের প্রতিষ্ঠান অনু দুগার। সহযোগিতায় রয়েছে দি ডেইলি স্টার এবং  ওরিয়েন্টাল পেইন্টিং অ্যাওয়ার্ডের পৃষ্ঠপোষক মিখাইল আই ইসলাম।

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়