X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঢাকা অ্যাটাকের ফ্যাশন চরিত

সাদ্দিফ অভি
১১ অক্টোবর ২০১৭, ১৭:১৮আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৭:৩১

ঢাকা অ্যাটাকের ফ্যাশন চরিত বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বাংলা চলচ্চিত্রের নাম এখন ‘ঢাকা অ্যাটাক’। ছবিটির মূল ভাবনা ও কাহিনী রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার, আর পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা বাংলাদেশে এই প্রথম। সিনেমা বানানোর পুরো কাজটিকে সার্থক বানাতে কাজ করেছেন অংসখ্য কলাকুশলী। তার মধ্যে একজন নাজমী জান্নাত। ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে কাজ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। আর তা হলো কস্টিউম ডিরেকশন। কোন চরিত্র কী রংয়ের কাপড় পরবে কিংবা তা এক রংয়ের না স্ট্রাইপ, আবার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কাপড়ের রংয়ের সামঞ্জস্য আছে কিনা তা ঠিক করার কাজ কস্টিউম ডিরেক্টরের। অল্প বয়সে এই কঠিন কাজটি করেছেন বড় চ্যালেঞ্জ মনে করে।

কিছুটা লেখাপড়া দার্জিলিং থেকে শেষ করে বাংলাদেশে এসে এ লেভেল করেছেন নাজমী। এরপর ক্রিয়েটিভ কিছু নিয়ে পড়ালেখার ইচ্ছা থাকায় বাবার পরামর্শে শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং এ ভর্তি হন। পুরো সেমিস্টার জুড়ে রেজাল্ট ভালো থাকায় শিক্ষকতা করার সুযোগও পেয়েছিলেন। কাজ করেছেন স্টাইলিস্ট হিসেবে বিভিন্ন জায়গায়, এর পাশাপাশি উপস্থাপনাও করেন বিভিন্ন অনুষ্ঠানে। ঢাকা অ্যাটাকের ফ্যাশন চরিত বর্তমানে স্টাইলিং এর পাশাপাশি করছেন উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকতা আর নর্থ সাউথে পড়ছেন এমবিএ। বিভিন্ন ফ্যাশন শোতে কাজ করার অভিজ্ঞতা এই অল্প বয়সে অনেক হলেও কোন চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম। নিজের কনফিডেন্স তাকে কাজের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন নাজমী।

বাংলা ট্রিবিউনের সাথে আলাপকালে তিনি জানান, ‘ স্টাইলিং নিয়ে বাংলাদেশের সিনেমায় কেউ কাজ করেনা, ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য স্টাইলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ’। ঢাকা অ্যাটাকে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘ এই কাজে অনেক কিছু শেখার ছিল। দীপঙ্কর দা, সানী সানোয়ার ভাই আমাকে অনেক হেল্প করেছে। এর পাশাপাশি আমাকে সাহায্য করেছে আমার এসিস্ট্যান্ট কাজী আসিফুর রহমান। সবার চেষ্টায় সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। গল্পটা যেহেতু সানী ভাইয়ের লেখা তাই তার গাইড আমাকে অনেক সাহায্য করেছে’।

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তার স্বপ্ন অনেকদূর এগিয়ে যাওয়ার। পাশাপাশি শিক্ষাকতা করেও নতুনদের কিছু শেখাতে চান নাজমী। এখন কাজ করছেন নিজের বিউটি ব্লগ নিয়ে, যেখানে সবার জন্য বিউটি টিপস, স্টাইলিং আইডিয়াও থাকবে। লক্ষ্য একটাই, সেরা কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করা।

ছবি: ইমন খান   

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা