X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শুরু হচ্ছে ডব্লিউপিপিবি'র ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

লাইফস্টাইল ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১৮:৪০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৮:৫০
image

আগামীকাল ২৪ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডব্লিউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্স, কম্পিটিশন এবং এক্সপো ২০১৭। এবারের এক্সপো হতে যাচ্ছে আরও বড় পরিসরে, ঢাকার তিনটি ভেন্যুতে। বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক সবচাইতে বড় প্ল্যাটফর্ম ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস বাংলাদেশ (ডব্লিউপিপিবি) গত তিন বছর ধরে এই আয়োজন করে আসছে।  

শুরু হচ্ছে ডব্লিউপিপিবি'র ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

২৪ অক্টোবর সকাল ১০টায় ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশনে উদ্বোধন করা হবে ডব্লিউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্স, কম্পিটিশন এবং এক্সপো ২০১৭। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। এ সময় মঞ্চে আরও উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জোসেফ রাধিক (ভারত), জেফ ভুন (মালয়েশিয়া), ডেভ কোহ (সিঙ্গাপুর), বাংলাদেশের বরেণ্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, শফিকুল আলম কিরণ, এবং ডব্লিউপিপিবি-এর প্রেসিডেন্ট প্রীত রেজা ও সেক্রেটারি জেনারেল সজীব পাল।

উদ্বোধনের পর টানা তিনদিন কৃষিবিদ ইন্সটিটিউশনেই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন সময়ে চলবে ওয়ার্কশপ এবং প্যানেল ডিসকাশন। পূর্বে নিবন্ধন করেছেন এমন সদস্যরাই কেবল এই আয়োজনে আমন্ত্রিত। ওয়ার্কশপ ও প্যানেল ডিসকাশনে উপস্থিত থাকবেন প্রীত রেজা, জিয়া উদ্দিন, অভিজিৎ নন্দী, ফয়সাল আজিম, সঞ্জয় শুভ্র, এনামুল হকসহ বাংলাদেশের প্রথম সারির আলোকচিত্রীরা। এ সকল সেশনে কেবল ফটোগ্রাফিই নয় বরং বিজনেস ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিংসহ সাম্প্রতিক সময়ে ফটোগ্রাফির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, অতিথিরা তাদের ফটোগ্রাফির অভিজ্ঞতাও শেয়ার করবেন অংশগ্রহণকারীদের সঙ্গে।  

শুরু হচ্ছে ডব্লিউপিপিবি'র ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

আয়োজনের অংশ হিসেবে ২৪ ও ২৫ অক্টোবর ধানমন্ডির দৃক গ্যালারিতে চলবে আলোকচিত্র প্রদর্শনী ও এক্সপো।  প্রাথমিকভাবে প্রদর্শনীর ছবিগুলো অনলাইনে 'কল ফর এন্ট্রি' পদ্ধতিতে জমা পড়ে। পিটার হার্লে, ডেভিড ব্যাকস্টেড, গ্রেগ মোমেন্ট, প্রীত রেজাসহ দেশী-বিদেশী আটজন আলোকচিত্রী সারা দেশ থেকে ৫৪২ জন অংশগ্রহণকারীর কাছ থেকে ১৩ হাজারেরও বেশি জমা পড়া আলোকচিত্রের মধ্য থেকে বাছাইকৃত ১৬০টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করেছেন। এবারের প্রদর্শনীর থিমগুলোর মধ্যে রয়েছে- ব্রাইড অ্যান্ড গ্রুম টুগেদার, ব্রাইড এন্ড গ্রুম সিঙ্গেল, সেরেমোনি, ডিটেইল, ক্রিয়েটিভ, মোমেন্ট, প্রি-শুট, এনগেজমেন্ট, গেটিং রেডি, ফ্যাশন পোর্ট্রেট ও চিলড্রেন। এই প্রদর্শনী চলবে ২৪ ও ২৫ অক্টোবর বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

শুরু হচ্ছে ডব্লিউপিপিবি'র ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
আয়োজনের আরেকটি অংশ হিসেবে দৃক গ্যালারিতে আয়োজিত এক্সপোতে সমাগম হবে দেশের সবচাইতে বড় আলোকচিত্র অনুষঙ্গ প্রতিষ্ঠানগুলোর, যেখানে আলোকচিত্রীরা পাবেন আলোকচিত্র সম্পর্কিত যেকোনও অনুষঙ্গ।  সনি, ফুজি, কালার হাইভ, প্রমা ফটোবুক, পেপার ওয়ার্ল্ড-এর মতো দেশি-বিদেশী নানা প্রতিষ্ঠানের স্টল থাকবে এক্সপোতে।  ক্রেতাদের জন্য পণ্য ক্রয়ে মূল্য ছাড় এবং আরো অনেক অফার নিয়ে আসবে প্রতিষ্ঠানগুলো।

প্রতিবারই একজন বিশ্বখ্যাত আলোকচিত্রীর সঙ্গে মাস্টারক্লাসের আয়োজন থাকে কনফারেন্সে। এবারের কনফারেন্সে মাত্র ২৫ জন তরুণ আলোকচিত্রী প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে পাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়েডিং আলোকচিত্রী জোসেফ রাধিকের এক্সক্লুসিভ মাস্টারক্লাস। ২৫ অক্টোবর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই মাস্টারক্লাস।  

২৬ অক্টোবর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে ‘ডব্লিউপিপিবি নাইট’ শিরোনামে একটি বিশেষ আয়োজন করা হয়েছে যেখানে এ বছরের ডব্লিউপিপিবি লাইফটাইম এ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের ঘোষণা এবং পুরষ্কার প্রদান করা হবে। এই আয়োজন কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য।  

ডব্লিউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্স, কম্পিটিশন এবং এক্সপো ২০১৭-এর টাইটেল স্পন্সর ফুজি, পাওয়ার্ড বাই পেপার ওয়ার্ল্ড, কো- পাওয়ার্ড বাই ডেটা রিকভারি স্টেশন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!