X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সড়কপথে ভুটান যাবেন?

নওরিন আক্তার
৩০ অক্টোবর ২০১৭, ১৭:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:১৮
image

পাহাড় আর সবুজের অপরূপ ভুটান থেকে ঘুরে আসতে পারেন সড়কপথেই। এজন্য সবার আগে আপনাকে নিতে হবে ট্রানজিট ভিসা। সাধারণত ১৫ দিনের ট্রানজিট ভিসা পাওয়া যায় একবারে। এই সময়ের মধ্যেই ভারতের সড়ক ব্যবহার করে যাওয়া ও আসা যাবে।
ট্রানজিট ভিসা নিয়ে সোজা চলে যান বুড়িমারি বর্ডারে। বাংলাদেশের ইমিগ্রেশনের কাজ সেরে চ্যাংড়াবান্ধা যেতে হবে। সেখানেও রয়েছে বেশকিছু ফর্মালিটি। চ্যাংড়াবান্ধা থেকে আপনাকে যেতে হবে জয়গাঁও বর্ডার। ট্যাক্সিতে চলে যেতে পারেন। সময় লাগবে দেড় ঘণ্টার মতো। ট্যাক্সিতে ৪০০ রুপি মতো খরচ পড়বে জনপ্রতি। রিসার্ভ যেতে চাইলে সেটা হয়ে যাবে দেড় থেকে দুই হাজার রুপির মতো। চাইলে বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে খরচ কমে আসবে অনেকটাই। জয়গাঁও ইমিগ্রেশনের কাজ সেরে আপনাকে হেঁটেই ঢুকতে হবে ভুটান। জয়গাঁও এর ওপারেই ফুন্টসোলিং। এখানেই আপনাকে অন অ্যারাইভাল ভিসা দেবে ভুটান। ব্যস! এবার নিশ্চিন্তে ভুটান ঘোরার পালা।

ফুন্টসোলিং বর্ডার
সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ থেকে রাতে রওনা দিয়ে পরদিন দুপুরেই পৌঁছে যাবেন ভুটানে। চাইলে সেদিন ফুন্টসোলিং থেকে যেতে পারেন। মোটামুটি কম খরচেই মিলবে ভালো হোটেল। জনপ্রতি ১ থেকে দেড় হাজার টাকায় থাকা এবং খাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে ফুন্টসোলিংয়ে। হাতে সময় বেশি না থাকলে সেদিন ফুন্টসোলিং না থেকে চলে যান পারো অথবা থিম্পুতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে পারো কিংবা থিম্পু যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট ঘণ্টা। তবে হাতে সময় থাকলে একদিন থেকে ছোট্ট শহর ফুন্টসোলিং ঘুরে দেখতে ভুলবেন না। সুন্দর সাজানো গোছানো শহরের পাশ দিয়ে রয়েছে চলেছে নদী।

চলতি পথে এমনই মনোরম সব দৃশ্য চোখে পড়বে
কম খরচে পারো অথবা থিম্পু যেতে চাইলে বাসই ভরসা। সেক্ষেত্রে আগের দিন টিকিট করে রাখুন। ট্যাক্সি নিয়েও চলে যেতে পারেন। পারোতে থাকার খুব ভালো ব্যবস্থা রয়েছে। পারোতে গেলে টাইগার্স নেস্ট ও পারো জং দেখতে ভুলবেন না। পারো এয়ারপোর্টও মুগ্ধ করবে আপনাকে। পারো খুবই শান্ত ও আরামদায়ক একটি শহর।

পারো শহরের ভোর

টাইগার্স নেস্ট
পারো থেকে থিম্পু যেতে দুই ঘণ্টার মতো সময় লাগবে। থিম্পু ভুটানের রাজধানী। পারোর তুলনায় তাই এখানে ব্যস্ততা একটু বেশি। বুদ্ধ পয়েন্ট, রাজার বাড়িসহ বেশকিছু দৃষ্টিনন্দন জায়গা রয়েছে এখানে। থিম্পু ঘুরে দেখতে একদিনই যথেষ্ট।

আপেল বাগান মিলবে রাস্তায় রাস্তায়

আকাশছোঁয়া সব পাহাড়
ডিসেম্বরের দিকে ভুটান ভ্রমণের পরিকল্পনা থাকলে চেলালা পাস ও দোচালা পাস ঘুরে আসতে ভুলবেন না। ভাগ্য সহায় থাকলে এখানে পেয়ে যাবেন বরফ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত বরফ পড়ে এখানে।   

সাজানো গোছানো পারো শহর
দলে ভারি হলে ফুন্টসোলিং থেকে একবারে মাইক্রোবাস অথবা গাড়ি ভাড়া করে নিয়ে পুরো ভুটান ঘুরে ফিরতে পারবেন। থিম্পু, পারো ঘুরে আবার ফুন্টসোলিং পৌঁছতে ১৫ থেকে ২০ হাজার টাকা গুনতে হতে পারে আপনাকে।  

বুদ্ধ পয়েন্ট

জেনে নিন

  • ভুটানের সড়কপথের সৌন্দর্য অসাধারণ। তাই ফুন্টসোলিং থেকে পারো অথবা থিম্পু যেতে চাইলে দিনের আলো থাকতে থাকতেই চলে যান। আকাশছোঁয়া পাহাড়, সবুজ ও ছন্নছাড়া মেঘ মুগ্ধ করবে আপনাকে।  
  • চ্যাংড়াবান্ধা বর্ডারে টাকা থেকে রুপি করে নিতে পারবেন।
  • সঙ্গে কয়েক কপি পাসপোর্ট সাইজ ছবি ও পাসপোর্টের ফটোকপি রাখবেন।
  • ইংরেজি অথবা হিন্দি জানা থাকলে ভুটানবাসীদের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্যেই যোগাযোগ করতে পারবেন।       
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট