X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশি-বিদেশি ডিজাইনারদের নিয়ে খাদি উৎসব

সাদ্দিফ অভি
৩০ অক্টোবর ২০১৭, ২৩:৫৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ০০:২০

দেশি-বিদেশি ডিজাইনারদের নিয়ে খাদি উৎসব দেশে খাদি কাপড়ের চাহিদা বাড়ানোর লক্ষ্যে এবং দেশীয় ঐতিহ্য ফিরিয়ে এনে তরুণদের খাদি কাপড়ের প্রতি আকৃষ্ট করতে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ফ্যাশন উৎসব। আগামী ৩ এবং ৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দেশের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব আয়োজন করতে যাচ্ছে ‘ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি )।

এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি- দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭’ শীর্ষক আয়োজনে এবছর অংশ নিচ্ছেন ১৯ বাংলাদেশি এবং সাত আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার। এ উপলক্ষে সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ডিজাইনার মাহিন খান উপস্থিত সবার সামনে খাদি উৎসবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশীয় পণ্য খাদিকে নতুন মাত্রায় নিয়ে যেতে আমরা কাজ করছি, এর পাশাপাশি কারুশিল্পীদের কর্মসংস্থান এবং দেশীয় তাঁত শিল্পের সম্প্রসারণেও আমরা কাজ করে যাচ্ছি।’

বেঙ্গল গ্রুপের ক্রিয়েটিভ প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিশন ডিরেক্টর ঈশিতা আজাদ বলেন, ‘খাদি কাপড়কে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য গবেষণার বিকল্প নেই। এবিষয়ে যদি আমরা সবাই মনোযোগ দিতে পারি, তাহলে আমার বিশ্বাস খাদি তার পুরানো রূপ ফিরে পাবে।’

বাংলাদেশি ডিজাইনাররা হলেন মাহিন খান, কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, শৈবাল সাহা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, মারিয়া ইসলাম, ফারাহ আনজুম বারী, শাহরুক আমিন, নওশিন খায়ের, তেনজিং চাকমা,  আফসানা ফেরদৌসি, রাকা, ফাইজা আহম্মেদ, রিমা,  সারা করিম, ফারা দিবা এবং রুপু শামস্।

আন্তর্জাতিক ডিজাইনাররা হলেন রসনা শ্রেষ্ঠ (নেপাল), জ্যাকলিন ফং (মালয়েশিয়া), নীলান হারাসগামা (শ্রীলঙ্কা), চিমমি চদেন (ভুটান), সুকীজিত দাংচাই (থাইল্যান্ড), হিমাংশু শনি (ভারত) এবং সৌমিত্র মণ্ডল (ভারত)।

এছাড়াও, সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১০ ও ১১ নভেম্বর গুলশানের গার্ডেনিয়া কনভেনশন সেন্টারে একটি দুই দিনব্যাপী খাদি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যেখানে প্রদর্শিতব্য বস্ত্র বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি- দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭’ এর টাইটেল স্পন্সর ট্রেসেমে। এ আয়োজনে সহায়তায় আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এ আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে বেঙ্গল গ্রুপ, আইপিএবি ও সেনোরা। এছাড়াও, এ ফ্যাশন অনুষ্ঠানের টেকনোলজি পার্টনার হিসেবে আছে মাইক্রোসফট এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাছরাঙা টেলিভিশন (টিভি), রেডিও স্বাধীন (রেডিও), ক্যানভাস (ম্যাগাজিন) এবং ফোরথট পিআর (জনসংযোগ)। এছাড়াও, দ্য ওয়ে ঢাকা এ আয়োজনের হসপিটালিটি পার্টনার হিসেবে কাজ করবে এবং এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে দ্রুক এয়ারলাইন।   

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!