X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

হাসনাত নাঈম
০৫ নভেম্বর ২০১৭, ০১:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৬:১৮
image

যুগ-যুগান্তরের দ্রোহ এবং পৌরুষের প্রতীক হিসেবে খাদি কাপড় অনেকটা পৌরাণিক সংস্কৃতির মতো জড়িয়ে আছে আমাদের জীবনে। আর এই খাদি কাপড়ের বিশেষ প্রর্দশন নিয়ে ঢাকায় চলছে 'দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭'। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শনিবার সন্ধ্যায় দেশের সবচেয়ে বড় এই ফ্যাশন ইভেন্টের দ্বিতীয় দিনের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। এবার নিয়ে ইভেন্টটি তৃতীয়বার অনুষ্ঠিত হয়।

খাদি উৎসব ২০১৭

ইভেন্টের দ্বিতীয় দিনের সন্ধ্যায় শুরু হয় খাদি কাপড়ের উপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। এরপর বাংলাদেশি ডিজাইনার শৈবাল সাহা এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

এরপর মঞ্চে আসেন বাংলাদেশ ডিজাইনার লিপি খন্দকার তার করা ১৪টি ডিজাইনের পোশাক নিয়ে। দেশীয় আঙ্গিকে ফুটিয়ে তোলেন তার কারুকার্য।

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

দেশীয় ধাঁচের শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না ও শেরোয়ানি নিয়ে মঞ্চে আসেন চন্দনা দেওয়ান। তিনিও প্রায় ১৪টি ডিজাইন নিয়ে হাজির হন সকলের সামনে।

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

রিফাত রেজা রাকা ভাষা আন্দোলনের চেতনা ফুটিয়ে তোলেন তার তার করা ১৪ রকমের ডিজাইনে। বাহারি শাড়ির ডিজাইন মুগ্ধ করে সকলকে।

শাড়ির উপর বিশেষ নৈপুণ্য দেখিয়েছেন শ্রীলংকার ডিজাইনার নীলান হারাসগামা। তিনিও ১৪টি ডিজাইন নিয়ে হাজির হন মঞ্চে। করতালির মাধ্যমে মন জয় করে নেন সকলের।

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

এরপর ধীরে ধীরে মঞ্চে পা রাখেন বাংলাদেশি ডিজাইনার মাহিন খান, কুহু, বিপ্লব সাহা, মারিয়া সুলতানা, তেনজিং চাকমা, ইজমাত নাজ রিমা, রুপু শামস্। এবং ভারতের ডিজাইনার হিমাংশু শনি'র করা ১৫টি ডিজাইনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপপ্তি ঘোষণা করেন আয়োজকরা। প্রত্যেকের ডিজাইন করা পোশাক পরে ফ্যাশন শোতে র‌্যাম্পে হেঁটেছেন মডেলরা।

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

এছাড়াও আগামী ১০ এবং ১১ নভেম্বর গুলশানের গার্ডেনিয়া মিলানায়তনে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী খাদি পণ্যের প্রদর্শনী। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। সেখান থেকে আগ্রহী ক্রেতারা খাদি পণ্য সংগ্রহ করতে পারবেন।

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

এবারের দ্য ফিউচার ফ্যাব্রিক শোতে এবার ১৯ বাংলাদেশি এবং সাত আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার অংশগ্রহণ করেছেন। ইভেন্টে অংশ নেওয়া বাংলাদেশী ডিজাইনাররা হলেন মাহিন খান, কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, শৈবাল সাহা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, মারিয়া ইসলাম, ফারাহ আনজুম বারী, শাহরুখ আমিন, নওশিন খায়ের, তেনজিং চাকমা, আফসানা ফেরদৌসি, রাকা, ফাইজা আহম্মেদ, রিমা, সারা করিম, ফারা দিবা এবং রুপু শামস্। আন্তর্জাতিক ডিজাইনারদের মধ্যে অংশ নিয়েছেন রসনা শ্রেষ্ঠ (নেপাল), জ্যাকলিন ফং (মালয়েশিয়া), নীলান হারাসগামা (শ্রীলংকা), চিমমি চদেন (ভুটান), সুকীজিত দাংচাই (থাইল্যান্ড), হিমাংশু শনি (ভারত) এবং সৌমিত্র মণ্ডল (ভারত)। ডিজাইনাররা খাদি কাপড়ে মর্ডান ট্রেন্ডস এবং ফ্যাশন স্টেটমেন্ট যোগ করে অসাধারণ সব কাজ তুলে ধরেছেন এই ইভেন্টে। তাদের ডিজাইন করা পোশাকেই ইভেন্টের গ্র্যান্ড ফ্যাশন শো তে র‌্যাম্পে হেঁটেছেন মডেলরা।

শেষ দিনে উজ্জ্বল খাদির মঞ্চ

'এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি - দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭' এর টাইটেল স্পন্সর ছিল ট্রেসেমে। অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও সার্বিক সহায়তায় ছিল বেঙ্গল গ্রুপ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সেনোরা। টেকনোলজি পার্টনার ছিল মাইক্রোসফট এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল মাছরাঙা টেলিভিশন, রেডিও স্বাধীন, ক্যানভাস ও ফোরথট পিআর। এছাড়াও হসপিটালিটি পার্টনার হিসেবে কাজ করেছে দ্য ওয়ে ঢাকা।

ছবি: নাসিরুল ইসলাম

এফএএন/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা