X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ক্যানভাসে হারিয়ে যাওয়া অতীত নিয়ে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর

সাদ্দিফ অভি
২১ নভেম্বর ২০১৭, ১৮:৫১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২০:০৯



ক্যানভাসে হারিয়ে যাওয়া অতীত নিয়ে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর অতীত স্মৃতি নিয়ে রাজধানীর অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে রং তুলির কারিগর সৈয়দ জাহাঙ্গীরের একক প্রদর্শনী। ১১ নভেম্বর এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবিন্তা গ্যালরি অব্ ফাইন আর্টসের চেয়ারপারসন নিলু রওশন মোরশেদ।

প্রকৃতি নিয়ে শিল্পী এঁকেছেন ৬০টি চিত্রকর্ম। সেগুলো নিয়ে আয়োজনের উদ্যোগ নিয়েছে অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস। এর মধ্যে ৩০টি অ্যাক্রেলিক অন ক্যানভাস, ৭টি অ্যাক্রেলিক অন পেপার ও ২৩টি স্পেচুলা ড্রইং রয়েছে। শিল্পীর আঁকাতে নান্দনিকতার ছাপ না থাকলেও তার ছবির ভাষা অত্যন্ত সহজ-সরল। গ্রাম বাংলা,ধানক্ষেত,পাহাড়,নদী,কুড়েঘর,বাবুই পাখির বাসাসহ এরকম অসংখ্য ছোট ছোট বিষয় নিয়ে রাঙিয়েছেন ক্যানভাস।

শিল্পীর প্রদর্শনীতে বড় করে নজর কাড়ে রোহিঙ্গা বিপন্নতা। দলে দলে নির্যাতিত হয়ে বাংলাদেশে প্রবেশ করার চিত্রও তিনি তুলে ধরেছেন ক্যানভাসে। এছাড়া তার প্রতিটি ছবিতে রয়েছে সবুজ শ্যামল বাংলার ছাপ। কৃষকের ফসল তোলা,রাখালের ঘরে ফেরা কিংবা নবান্ন,সবই ফুটেছে তার ক্যানভাসে। ‘বালু ও নৌকা’, ‘নবান্ন’, ‘মাটি কাটা’, ‘সুখ নীড়’, ‘ভূমিদস্যুদের বর্বরতা’, ‘পথচলা’, ‘শাপলা’, ‘ফেরি ঘাট’, ‘স্বাধীনতা উদযাপন’, ‘অপেক্ষা’, ‘পরিবেশ’, ‘নারী শ্রমিক’, ‘ঘরে ফেরা’, ‘নদী দখল’, ‘চাঁদনী রাতে জোয়ার’, ‘আত্মরক্ষার্থে রোহিঙ্গা’ প্রদর্শনীতে স্থান পাওয়া উল্লেখযোগ্য চিত্রকর্ম।

শিল্পী জাহাঙ্গীরের আঁকার প্রধান বিষয় বাংলার মাটি ও মানুষ। স্মৃতিকে ক্যনাভাসে বন্দি করা তার নেশা। ২০ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে অর্থমন্ত্রী নতুন প্রজন্মের কাছে বাংলার এই রূপ তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ক্যানভাসে হারিয়ে যাওয়া অতীত নিয়ে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর নিজের প্রদর্শনী নিয়ে শিল্পী জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট বেলা থেকে বাংলায় বড় হয়েছি। বাংলার মাটি এবং মানুষ আমাকে ভীষণভাবে টানে। তাই আমার এবারের প্রদর্শনীর বিষয়বস্তু বাংলার মাটি ও মানুষকে নিয়ে। প্রতিবার এক একটি বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি। এবারের প্রদর্শনীতে রোহিঙ্গা বিপন্নতা নিয়ে একটি ছবি থাকলেও ভবিষ্যতে এ নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে।' রোহিঙ্গা বিপন্নতা নিয়ে আঁকা ছবির নিলাম মূল্য প্রধানমন্ত্রীর তহবিলে দান করার ইচ্ছা ব্যক্ত করেন শিল্পী জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট, বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবীরের মা রুবা আহমেদ এবং শিল্পী মনিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিগণ। প্রদর্শনী ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

          

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক