X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিয়ের আগেই যে ৫ অভ্যাস বাদ দেওয়া জরুরি

লাইফস্টাইল ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৭:০১
image

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করবেন ভাবছেন। ভাবছেন সঙ্গীকে ভালো করেই চেনেন, ফলে সংসার সুখের হবেই। তবে জানেন কি, অনেক সময় নিজের অনেক বদভ্যাসের কারণেই অশান্তির ঝড় বয়ে যেতে পারে সংসারে? প্রেম এবং বিয়ে- এই দুই সম্পর্কের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। বিয়ে পরবর্তী জীবনে হতে হয় অনেক বেশি দায়িত্বশীল। ভালোবাসার পাশাপাশি বিশ্বাস, শ্রদ্ধাবোধ, ধৈর্য ও পারস্পারিক বোঝাপড়া একটি সম্পর্কের জন্য খুব জরুরি। বিয়ের কথা ভাবলে তাই এখন থেকেই ঝালিয়ে নেওয়া শুরু করুন নিজেকে। জেনে নিন কোন কোন অভ্যাসগুলো বিয়ের আগেই বাদ দেওয়া উচিত আপনার।

সন্দেহ করার অভ্যাস থাকলে সেটি বাদ দিয়ে দিন      

  • সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করার অভ্যাস থাকলে বিয়ের আগেই সেটি বাদ দিয়ে দিন। মন খারাপ অথবা অভিমান হলেই সঙ্গী এসে কারণ জিজ্ঞেস করবে এবং রাগ ভাঙানোর চেষ্টা করবে- এমন ধারণা সম্পর্কের জন্য ক্ষতির কারণ হতে পারে। মনোমালিন্য হলে আরেকজন এগিয়ে আসবে সেটা চিন্তা না করে নিজেই এগিয়ে যান। মন খারাপের খুঁটিনাটি কারণ স্পষ্টভাবে বলুন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয় সেজন্য সঙ্গীর সাহায্য চান।
  • কোনও কারণে রাগ হলে শাস্তিস্বরূপ অথবা মনোযোগ আকর্ষণের জন্য সঙ্গীকে ঈর্ষান্বিত করার চেষ্টা করেন? তবে বিয়ের আগেই বাদ দিন এই অভ্যাস। কারণ বিয়ে একটি প্রতিশ্রুতি যেখানে এই ধরনের আচরণের ফলাফল উল্টো হতে পারে।  
  • সবসময় রোমান্টিক আচরণ আশা করবেন না সঙ্গীর কাছ থেকে। ভালোবাসা প্রমাণের জন্য সর্বক্ষণ রোমান্টিক আচরণ করতে হবে এমনটি নয়। মনে রাখবেন, বিয়ে এমন একটি অঙ্গীকার যেখানে ভালোবাসাই মুখ্য। ফলে বারবার সেটি প্রকাশ করার কারণ নেই। বরং সংসার পরিচালনায় ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাবোধ ও পারস্পারিক বোঝাপড়াটা ভীষণ জরুরি।
  • সঙ্গীকে সন্দেহ করার অভ্যাস থাকলে বিয়ের আগেই সেটি বাদ দিয়ে দিন। বারবার সঙ্গীর ফোন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ঘাঁটাঘাঁটি করার অভ্যাস পরবর্তীতে প্রচণ্ড অশান্তির কারণ হতে পারে। মনে রাখবেন, বিশ্বাস না থাকলে কোনও সম্পর্কই টেকে না।
  • ঝগড়া হলেই সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দেওয়ার অভ্যাস আছে? তবে সেটি আজকেই বাদ দিন। এই ধরনের কথা পরবর্তীতে ভালো ফল বয়ে আনবে না। সব সম্পর্কেই উত্থান-পতন থাকে। সামান্য কিছুতেই সম্পর্ক ভেঙে ফেলার মতো কথা না বলে ধৈর্য ধরে সমস্যার সমাধান করুন। এতে সম্পর্ক যেমন পোক্ত হবে, তেমনি সঙ্গীর কাছে বাড়বে শ্রদ্ধাবোধও।    

তথ্য: হাফিংটন পোস্ট 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!