X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাহি লস্ট ইন ট্রানজিশন!

সাদ্দিফ অভি
১৬ জানুয়ারি ২০১৮, ২১:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১৩
image

‘আমি আঁকি, কারণ এই কাজে নিজেকে কখনও জোর করতে হয় না। শিল্প আমাকে অভিভূত করে এবং ভাসমান আবেগ ও আমার অস্তিত্বহীন ভাবনার সমাধিতে নিজেকে হারিয়ে ফেলি। সময়ের উপলব্ধি আমার কাছে অস্পষ্ট কিন্তু সুখ পাই এই ভেবে যে আমার বর্ণগুলো মনে ধরে আছে’ – কথাগুলো তরুণ শিল্পী আফ্রিদা তানজিম মাহির। তিনি শুধু আঁকতেন, কখনও দেয়ালে কখনও চাদরে। মাহির আঁকার মধ্যে রহস্য ছিল প্রচুর। কারণ তার আঁকার বিষয় ছিল পরিবর্তনশীল আকৃতি এবং পছন্দ করতেন তাতে উত্তেজনার ঘাই দিতে।  

প্রদর্শনী 'লস্ট ইন ট্রানজিশন'

যখন অন্য সবকিছু তাকে নীরব রাখতো তখন রং তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত রাখতো। নিরাশার চাদরে তার অভিব্যক্তি ঘটতো শুধু আঁকায়। বিষণ্ণতার রং নীল আর ক্রোধের লাল। তিনি মনে করেন সব রংই ছুঁয়েছেন কিন্তু কিছুই আঁকা হয়নি। এ কথাগুলো শিল্পীর নিজের। পৃথিবীর সব কিছু তার এক জায়গায়তেই গিয়ে মিলে যায়, যাকে মাহি নিজের স্টুডিও বলতেন। তার রংগুলো রাখা হতো জুতো রাখার জায়গার পাশেই যেখানে শূন্য ক্যানভাসগুলো থাকতো। মাহি বলতেন, ‘আমার আর্ট আমার অস্তিত্বের জানান দেয়, আমার শত না বলা গল্পের প্রতিচ্ছবি হলো আমার আর্ট।’

প্রদর্শনী 'লস্ট ইন ট্রানজিশন'

তার কাজগুলো ছিল এলোমেলো কিন্তু রহস্যজনক। তার তুলির দেয়া স্ট্রোক মানুষকে ভাবতে শেখায়। তার আঁকাতে মানুষ সহসাই রহস্যজনকভাবে হারিয়ে যেতে পারে। হয়তো আত্মপ্রেরণা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন একক প্রদর্শনী করার। শেষমেশ তাই করলেন। মোহাম্মদপুরের ইকবাল রোডের কালা কেন্দ্রে গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে তার প্রদর্শনী। প্রদর্শনীর নাম ‘লস্ট ইন ট্রানজিশন।’ খুব সাধারণ একটি নাম রেখেছিলেন তিনি। গুণে গুণে ৪ দিন পর ১৬ জানুয়ারি সন্ধ্যায় খবর এলো মাহি আর নেই। হারিয়ে গেছেন রহস্যের গোলকধাঁধায় সবাইকে একা ফেলে। নিজের স্বপ্ন পূরণ না করে চলে গেছেন না ফেরার দেশে।

প্রদর্শনী সম্পর্কে পরদিন কথা হলো কিউরেটর ওয়াকিলুর রহমানের সাথে। তিনি জানালেন, পরিবার থেকে কিছু না বললে প্রদর্শনী আমরা চালিয়ে যাব। তিনি মনে করেন এখন সঠিক সময় না এ ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলার। প্রদর্শনীতে তার ছবিগুলোকে ৭টি ব্লকে সাজানো হয়েছে। আছে নানা মিডিয়ামের আঁকা। প্রদর্শনী চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আফ্রিদা তানজিম মাহি

মাহি আজ নেই, আছে তার শিল্প এবং কিছু স্মৃতি।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী